লকডাউন পালন করতে হাস্যকর প্রচার কলকাতা পুলিশের! সাধারণ নাগরিক ও স্পাইডার ম্যানের কথোপকথন

স্পাইডারম্যান বলেন বাইরে লকডাউন চলছে। পুলিশ গুলতি দিয়ে মারে। ময়ূরকেও কাক বানিয়ে দেয়।

স্পাইডারম্যান বলেন বাইরে লকডাউন চলছে। পুলিশ গুলতি দিয়ে মারে। ময়ূরকেও কাক বানিয়ে দেয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

যত দিন যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কোভিডের হাত থেকে বাঁচার জন্য একমাত্র উপায় লকডাউন পালন করা। কিন্তু, দিনের পর দিনে কঠর লকডাউন পালন করতে ব্যর্থ বহু মানুষ। পেটের কথা চিন্তা করতে গিয়ে নাজেহার অবস্থা সকলের। এদিকে লকডাউন পালন করার জন্য পুলিশের উপর গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছে কলকাতা পুলিশ। যেখানে দেখা যাচ্ছে, এক যুবকের সঙ্গে স্পাইডার ম্যানের কথোপকথন। যা শুনে হেসে খুন নেটপাড়া।

Advertisment

ভিডিওতে দেখা যাচ্ছে, লিফট করে উঠছে এক যুবক পাশে দাঁড়িয়ে স্পাইডার ম্যান। যুবক স্পাইডারম্যানকে জিজ্ঞাসা করে, লিফটে করে কোথায় যাচ্ছেন। স্পাইডারম্যান উত্তর দেন উপরে যাচ্ছি। যুবক বলে তাহলে লিফটে কেন আপনার হাতের সাহায্যে ঝুলে ঝুলে যান। যেমন টা করে থাকেন। স্পাইডারম্যান বলেন বাইরে লকডাউন চলছে। পুলিশ গুলতি দিয়ে মারে। ময়ূরকেও কাক বানিয়ে দেয়।

দেখুন ভিডিওটি...

Advertisment

Read the full story in English >

kolkata police viral viral news Lockdown