New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/feature-3.jpg)
শিশুটি ক্রমশ উপরে উঠতে থাকে। এক মিনিটেরও বেশি সময় ধরে সে ঝুলে থাকে।
ভিডিও দেখে আঁতকে উঠছে নেটপাড়া। হাতের সঙ্গে আটকে রয়েছে দড়ি। যা থেকে যায় লিফটের বাইরে। ঘটে যায় মারত্মক দুর্ঘটনা। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও।
সম্পূর্ণ ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। যেখানে দেখা যাচ্ছে, বাচ্চার কব্জির সঙ্গে লাগানো রয়েছে একটি দড়ি। খেলতে খেলতে সে ঢুকে পড়ে লিফটের ভিতর। এরপর চলতে শুরু করে লিফটটি। লিফটি নীচে নামছিল। বাইরে যেহুতু দড়িটি আটকে যায়, শিশুটি ক্রমশ উপরে উঠতে থাকে। এক মিনিটেরও বেশি সময় ধরে সে ঝুলে থাকে। অনেকক্ষণ পর ছিড়ে নীচে পড়ে যায়। ফলে আঘাত লাগলেও বড় দুর্ঘটনা ঘটে না।
একটি প্রতিবেদন অনুসারে, লিফটের জরুরি ব্যবস্থা ছিল যার জন্য লিফটি থেমে যায়।
দেখুন ভাইরাল ভিডিও...
Heart-stopping moment! Toddler walked into the elevator alone with leash attached to her wrist. When the elevator started, she got hung up by the leash for over a minute. Luckily, the elevator went into an emergency halt. Please watch your children at all times! pic.twitter.com/ZWTMstPu7F
— People's Daily, China (@PDChina) May 29, 2020