New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/viral-2.jpg)
তবে যে বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করেছিল তা হ'ল মহিলাটির পরবর্তী অভিনয়টি।
শাড়িতে সমস্যা চলাফেরায়, এমনটাই মনে করে আধুনিক যুগের একাংশ। আবার অনেকে শাড়িকেই পছন্দের পোশাকে রাখতেই বরাবর পছন্দ করেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখআ যাচ্ছে, শাড়ি পরেই হাওয়ায় ডিগবাজি দিচ্ছেন এক মহিলা। যা দেখে রীতিমত অবাক নেটপাড়া।
ভিডিওটি, সোশ্যাল মিডিয়ায় অজস্র নেটিজেনদের হাতে ভাইরাল। দেখা যাচ্ছে দম্পতি জিমের পোশাক স্যুট ছেড়ে শাড়ি পরে স্টান্ট দেখাচ্ছেন। তবে যে বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করেছিল তা হ'ল মহিলাটির পরবর্তী অভিনয়টি। একটুও বিচলিত না হয়ে, শাড়ি সামলে দিব্য হেঁটে যান তিনি।রে।
View this post on InstagramWho can do stunt in saree #reelsinstagram #reels #fitness #fitgirl @michaelhsingh
A post shared by Parul_Arora???? (@parul_cutearora) on
ভিডিওতে দেখা ব্যক্তি হলেন হরিয়ানা থেকে আসা পারুল অরোড়া নামে একজন টিকটক ফিটনেস মডেল। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে বলা হয়েছে, তিনি একজন “জাতীয় স্বর্ণপদক জিমন্যাস্ট”, এবং প্রায়শই জিমন্যাস্টিক স্টান্টের ভিডিও শেয়ার করেন তিনি।
Read the full story in English