শাড়ি পরে স্টান্ট, ভিডিও দেখে অবাক নেটপাড়া

তবে যে বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করেছিল তা হ'ল মহিলাটির পরবর্তী অভিনয়টি।

তবে যে বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করেছিল তা হ'ল মহিলাটির পরবর্তী অভিনয়টি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শাড়িতে সমস্যা চলাফেরায়, এমনটাই মনে করে আধুনিক যুগের একাংশ। আবার অনেকে শাড়িকেই পছন্দের পোশাকে রাখতেই বরাবর পছন্দ করেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখআ যাচ্ছে, শাড়ি পরেই হাওয়ায় ডিগবাজি দিচ্ছেন এক মহিলা। যা দেখে রীতিমত অবাক নেটপাড়া।

Advertisment

ভিডিওটি, সোশ্যাল মিডিয়ায় অজস্র নেটিজেনদের হাতে ভাইরাল। দেখা যাচ্ছে দম্পতি জিমের পোশাক স্যুট ছেড়ে শাড়ি পরে স্টান্ট দেখাচ্ছেন। তবে যে বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করেছিল তা হ'ল মহিলাটির পরবর্তী অভিনয়টি। একটুও বিচলিত না হয়ে, শাড়ি সামলে দিব্য হেঁটে যান তিনি।রে।

Advertisment

ভিডিওতে দেখা ব্যক্তি হলেন হরিয়ানা থেকে আসা পারুল অরোড়া নামে একজন টিকটক ফিটনেস মডেল। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে বলা হয়েছে, তিনি একজন “জাতীয় স্বর্ণপদক জিমন্যাস্ট”, এবং প্রায়শই জিমন্যাস্টিক স্টান্টের ভিডিও শেয়ার করেন তিনি।

Read the full story in English

viral viral news