বাড়ির বাইরে পা রাখলে 'পুজো' করছে পুলিশ, কানে গুজে দিচ্ছে ফুল

সোশাল মিডিয়ায়া ছড়িয়ে পরা বেশ কিছু ভিডিও দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা।

সোশাল মিডিয়ায়া ছড়িয়ে পরা বেশ কিছু ভিডিও দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লক ডাউন, অর্থাত্্ বাড়ির বাইরে পা বাাড়ানো নিষেধ। কিন্তু সে নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে মানুষ। আর এদেরকেই পুজো করছে পুলিশ।

Advertisment

সম্প্রতি একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, যারা লক ডাউনের কঠর নিয়ম মানছে না। তাদেরকে মাঝপথে থামিয়ে, তাদের কানে ফুল গুজে দিচ্ছে পুলিশ। এরপর তাদেরকে পুজো করছে এবং বাড়িতে থাকার জন্য অনুরোধ করছে। এক মহিলা পুলিশ আবার আরতি করছে তাদের।

সোশাল মিডিয়ায়া ছড়িয়ে পরা বেশ কিছু ভিডিও দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা।

Advertisment
@riturajaaru7अब तो घर पे रहें##bsp ##kotwalipolice##cg##covid_19awareness

♬ original sound - Rukhsar

@riturajaaru7##bsp police

♬ original sound - user186918

@riturajaaru7♬ original sound - punjaban kudi

kolkata coronavirus corona