বেলি ড্যান্সে 'মানিকে মাগে হিতে'-র জাদুতে মুগ্ধ নেটিজেনরা

তাঁর নাচের দক্ষতা মুগ্ধ করেছে নেটিজেনদের।

তাঁর নাচের দক্ষতা মুগ্ধ করেছে নেটিজেনদের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বেলি ড্যান্সে মানিকে মাগে হিতে-র জাদুতে মুগ্ধ নেটিজেনরা।

শ্রীলঙ্কার পপ কুইন ইয়োহানি দিলোকা ডি সিলভার গাওয়া সিংহলি গান মানিকে মাগে হিতে-র জাদুতে মুগ্ধ সকলে, সেলেব থেকে সাধারণ মানুষ নেটদুনিয়াও কাপাচ্ছে জনপ্রিয় এই সিংহলি গান। গানের সুরের জাদুতে মাতোয়ারা সকলে। এবার মানিকে মাগে হিতে গানের তালে অসাধারণ বেলি ড্যান্স পারফরম্যান্স দেখিয়ে সোশ্যাল মিডিয়া কাঁপাল এক তরুণী। তাঁর নাচের দক্ষতা মুগ্ধ করেছে নেটিজেনদের।

Advertisment

ভিডিওতে যে তরুণীকে বেলি ড্যান্স করতে দেখা যাচ্ছে জানা গিয়েছে তার নাম রক্ষা পার্সানানি। তিনি একজন পেশাদার বেলি ড্যান্সার। তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট জুড়ে বেশ কয়েকটি চোখ ধাঁধানো বেলি ড্যান্সের ভিডিও রয়েছে। এই নাচের ভিডিও তিনি নিজেই তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছে। আর শেয়ার হতেই তা দ্রুত ভাইরাল হয়েছে। নাচের এই ভিডিও পোস্ট করে তিনি তার ক্যাপশনে লিখেছেন, ‘এই অসাধারণ গানের সঙ্গে আমি সারাক্ষণ গুনগুন করতেই থাকি এমনকি এই গান যখন বাজে তখন মনটাও নেচে ওঠে’। এদিকে নাচের এই ভিডিও ভারাল হতেই তাতে ইতিমধ্যেই হাজারের বেশি ভিউ হয়েছে। অজস্র কমেন্ট এবং লাইক পড়েছে নাচের এই ভিডিওতে।

Advertisment

অনেকেই তাঁদের কমেন্টে নাচের ভূয়সী প্রশংসা করেছেন। কেউ কেউ তাদের কমেন্টে উল্লেখ করেছেন, ‘অসাধারণ’। আবার অনেকে একে ‘আশ্চর্যজনক’ পারফর্মেন্স বলেও বর্নণা করেছেন। আপনিও জানান নাচের এই ভিডিও আপনার কেমন লাগল?

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Manike mage hithe Belly dance