দিল্লির বুকে ক্যাব চালককে বেধড়ক মারধর মহিলার, নিন্দার ঝড় নেটদুনিয়ায়

এই ভিডিও ভাইরাল হতেই মহিলার এহেন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন সকলেই।

এই ভিডিও ভাইরাল হতেই মহিলার এহেন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন সকলেই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাজধানীর বুকে ক্যাব চালককে বেধড়ক মারধর মহিলার

কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে লখনউয়ের তরুণী প্রিয়দর্শনীর রাস্তার মাঝখানে একজন ক্যাব চালককে মারধর করার ভিডিওটি মনে আছে? আবারও এক ক্যাব চালককে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এবার আর লখনউ নয়। খাস রাজধানীর বুকে এক মহিলাকে ক্যাব চালককে মারধর এবং হুমকি দিতে দেখা গেছে। এই ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

দিল্লির প্যাটেল নগর এলাকায় এই ভিডিও টুইটারে আপলোড করেন আদিত্য সিং নামে এক টুইটার ইউজার। এই ভিডিও টুইটারে আপলোড হতেই তাতে প্রায় ৬ লক্ষের বেশি ভিউ হয়েছে। ভাইরাল এই ভিডিওতে একজন মহিলাকে রাস্তার মাঝখানে একজন ক্যাব চালককে চড় ও ঘুসি মারতে দেখা গেছে। ক্যাব চালকটি মহিলার এহেন আচরণ দেখে শান্ত ভাবে দাঁড়িয়ে ছিলেন। পথচারীরা ওই ব্যক্তিকে উদ্ধার করতে আসেন এবং অজ্ঞাতপরিচয় মহিলার এহেন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। ওই উদ্ধত মহিলা পথচারী একজনকে তার মোবাইলে রেকর্ডিং বন্ধেরও হুমকি দেন। অনেকেই ওই মহিলাকে বাধা দেওয়ার চেষ্টা করেন তাতে অবশ্য ওই মহিলাকে দমানো যায়নি।

এদিকে এই ভিডিও ভাইরাল হতেই মহিলার এহেন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন সকলেই এবং মহিলার কঠোর শাস্তির দাবিও জানানো হয়েছে। প্রকাশ্য রাস্তায় এভাবে একজন ক্যাব চালককে এভাবে মারধরের ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন এবং এই বার বার এই ধরনের ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Woman thrashes cab driver