চপ্পল হাতে কুমির তাড়ালেন মহিলা, আজব ঘটনায় তোলপাড় নেটদুনিয়া

এমন বিরল ভিডিও ভাইরাল হতেই আলোড়ন সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায়।

এমন বিরল ভিডিও ভাইরাল হতেই আলোড়ন সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

কুমির তাড়াতে চপ্পল হাতে তেড়ে গেলেন এক মহিলা! এমনই এক আজব ঘটনার সাক্ষী থাকল সমগ্র বিশ্ব। চপ্পল হাতে কুকুর বিড়াল তাড়াতে অনেককেই দেখা যায়। কিন্তু কুমির তাড়াতে চপ্পল, এমন ঘটনার কথা কেউ কস্মিনকালেও স্মরণ করতে পারছেন না। ফ্রেড স্কালটজ নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এম আজব ভিডিও যা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের।

Advertisment

ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবতী কোনও নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন। সেই সময় হঠাৎ করে তাঁর দিকে চলে আসে একটি কুমির। কুমিরকে ওখানকে তাড়াতে চপ্পল হাতে নিয়ে নেয় ওই মহিলা এবং তারপর ছুটে যায় কুমিরের দিকে। কুমিরও কী বুঝল জানা নেই, তবে সেও তার রাস্তা বদলে নেয় ওই মহিলার জুতোর তাড়া খেয়ে। ভিডিও-র ক্যাপশনে লেখা, ‘সবাই জানেন যখন মা জুতো নিয়ে তেড়ে আসে তখন তার অর্থ কী হয়’।

এদিকে এমন বিরল ভিডিও ভাইরাল হতেই আলোড়ন সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হতেই তাতে প্রায় ১.৫ লক্ষের বেশি ভিউ হয়েছে। দেড় হাজারেরও বেশি মানুষ রিয়্যাক্ট দিয়েছেন এই মজার ভিডিওতে। রিটুইটের সংখ্যাও প্রায় ৫০০-র কাছাকাছি। এর থেকে বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং এই ভিডিও।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Crocodile