এয়ারপোর্টে মদ বিলিয়ে উদ্দাম পার্টি দুই তরুণীর, কারণ জানলে অবাক হবেন!

এমন ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের চক্ষু চড়কগাছ।

এমন ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের চক্ষু চড়কগাছ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিমান বন্দরের ভিতর মদ বিলিয়ে উদ্যম সেলিব্রেশন দুই তরুণীর

আপনি যদি সুরাপ্রেমী হন তাহলে এই ভিডিও আপনাকে আনন্দ দেবে। বিমানবন্দরের মধ্যে দুই তরুণীকে অন্যান্য যাত্রীদের মদ বিলি করতে দেখা গেছে। এমন ভিডিও ভাইরাল হতেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। ভিডিওটি প্রথমে টিকটকে পোস্ট করা হয়েছিল, পরে তা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। এই ভিডিওটি ইউটিউবে ভাইরাল হতেই তাতে প্রায় ৭০ হাজার ভিউ হয়েছে।

Advertisment

ভাইরাল ভিডিওতে দুই তরুণী বিমানবন্দরের লাউঞ্জের ভিতর আশেপাশের যাত্রীদের তাদের সঙ্গে থাকা মদ বিলোতে দেখা গেছে। একজন রাম এবং অপর তরুণী ভদকা বিলি করছিল। কিন্তু হঠাৎ কেন তাঁরা এভাবে বিমানবন্দরে মদ বিলি করছেন? জানা গিয়েছে নিয়ম অনুসারে তাঁদের সঙ্গে থাকা মদের পরিমাণ ১০০ মিলির বেশি থাকায় বিমানবন্দর কর্তৃপক্ষ সেই মদ নিয়ে বিমানে ওঠায় নিষেধাজ্ঞা জারি করে। অগত্যা উপায় না দেখে দুই তরুণী তাঁদের সঙ্গে থাকা মদ অন্যান্য যাত্রীদের মধ্যে বিলি করে এবং নিজেরাও সেই মদ পান করে। যাত্রীরাও ফ্রিতে এভাবে মদ পেয়ে বেজায় আপ্লুত তা ভিডিওতে স্পষ্ট। এমন ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের চক্ষু চড়কগাছ।

Advertisment

এই ভিডিও ভাইরাল হতেই তাতে প্রায় ৭০ হাজার ভিউ হয়েছে। নেটিজেনরা অজস্র কমেন্ট করেছেন এই ভিডিওতে। অনেকে এভাবে প্রকাশ্যে মদ বিলি কোভিড বিধির পরিপন্থী বলে দাবি জানিয়েছেন। আবার কেউ কেউ ফ্রি-তে এভাবে মদ বিলি দেখে নিজের লোভ সামলাতে না পেরে দুই মহিলাকে বাহবা জানিয়েছেন। তবে সব মিলিয়ে এমন বিচিত্র ভিডিও ভাইরাল হতেই তা সোশ্যাল মিডিয়ায় এক আলাদা উন্মাদনার সৃষ্টি করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Viral Video Airport Free Alchol