Advertisment

দীপাবলিতে কোভিডে স্বজনহারাদের মুখে হাসি ফোটাল Zomato, কুর্নিশ নেটদুনিয়ার

কোভিডের কারণে যেসকল পরিবার তাঁদের স্বজনকে হারিয়েছেন তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতেই Zomato-র তরফে এই পোস্ট করা হয়েছে৷

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Zomato-র ‘অন্যরকম’ পোস্ট ঘিরে আবেগে ভেসেছেন নেটিজেনরা

দীপাবলিতে সোশ্যাল মিডিয়ায় হৃদয়গ্রাহী পোস্ট করে সকলের মন জিতে নিল অনলাইন ফুড ডেলিভারি সংস্থা Zomato। কোভিডে স্বজনহারাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা পোস্ট করে সকলের হৃদয় জিতে নিয়েছে  Zomato। দীপাবলিতে কিছুটা ‘অন্যরকম’ পোস্ট ঘিরে আপ্লুত নেটিজেনরা। 'আমরা জানি যে এখনই আনন্দ করার পক্ষে খুবই শীঘ্র হতে পারে। কিন্তু আপনি শীঘ্রই আবার আনন্দ ফিরে পান, আমরা এই কামনা করি,' দীপাবলিতে টুইটে লিখেছে Zomato৷ টুইটে আরও বলা হয়েছে, 'যেসব বাড়িতে এই বছর আলো জ্বলেনি, যেখানে মিষ্টি তাদের স্বাদ হারিয়ে ফেলেছে... যেখানে বছরের শুরুতেই অঘটন হওয়ায় এখন প্রতিটি আনন্দই ছোট মনে হচ্ছে...'

Advertisment

দ্রুত এই পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কোভিডের কারণে যে সকল পরিবার তাঁদের স্বজনকে হারিয়েছেন তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতেই Zomato-র তরফে এই পোস্ট করা হয়েছে৷ এই পোস্ট ভাইরাল হতেই তাতে অজস্র ভিউ হয়েছে। সকলেই Zomato-র তরফে এমন পোস্টকে কুর্নিশ জানিয়েছেন। Zomato পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গে, নেটিজেনরা ফুড ডেলিভারি প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানিয়েছেন। অনেকে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও শেয়ার করেছেন। Zomato-কে তাঁদের কথা মনে রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

ভাইরাল এই পোস্টটি ইতিমধ্যে প্রায় ৩০ হাজারের কাছাকাছি ভিউ হয়েছে। প্রচুর লাইক এবং কমেন্টে ভরে উঠেছে Zomato-র এই আবেগ ঘন পোস্ট। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, 'ধন্যবাদ Zomato। আমার মা গত বছরও প্রদীপ জ্বালিয়েছিলেন। তার ৩ মাস পরেই তিনি আর নেই।' অজস্র আবেগ ঘন কমেন্ট পড়েছে এই পোস্ট ঘিরে। অপর এক ইউজার লিখেছেন, ‘বাবাকে ছাড়া এবারের প্রথম দীপাবলি... আপনাদের লেখা প্রতিটি লাইন অনুভব করতে পারছি। আপনাদের এই পোস্টের জন্য ধন্যবাদ।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

zomato Diwali 2021
Advertisment