New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/cats_e00a1c.jpg)
জিভকে কাজে লাগিয়েই কিংবদন্তী কোহলির অনবদ্য এক পেন্টিং
ভিডিও দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারেনি অনেকেই।
জিভকে কাজে লাগিয়েই কিংবদন্তী কোহলির অনবদ্য এক পেন্টিং
জিভ দিয়ে বিরাট কোহলির পেইন্টিং বানিয়ে সকলকে চমকে দিলেন এক ব্যক্তি। যার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অবাক করা দক্ষতায় প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়ার মানুষজন। ভিডিও দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারেনি অনেকেই।
জিভকে কাজে লাগিয়েই কিংবদন্তী কোহলির অনবদ্য এক পেন্টিং তৈরি করে সকলকেই তাক লাগিয়ে দিয়েছে এক ব্যক্তি। তার এই দক্ষতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
দক্ষতা প্রদর্শনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হল সোশ্যাল মিডিয়া। প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের নানান অজানা প্রতিভা সকলের সামনে তুলে ধরতে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগান। এমনই একজন দক্ষ ব্যক্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে মানুষ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না নেটিজেনরা। আসলে, ব্যক্তি তার জিভকে কাজে লাগিয়ে বিরাট কোহলির একটি পেইন্টিং তৈরি করতে দেখা যাচ্ছে।
@ Saurav_Vijaypatel নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন। এই অ্যাকাউন্টে এমন অনেক ভিডিও রয়েছে যেখানে এই ব্যক্তি তার জিভকে ব্যবহার করে অনেক সেলিব্রিটিদের ছবি আঁকছেন। ব্যক্তির এই দক্ষতাকে দেখে বিপুল সংখ্যক মানুষ নানান মন্তব্য করছেন। কেউ কেউ ব্যক্তির এই প্রতিভার ভূয়সী প্রশংসা করেছেন।