New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/kholi-feature.jpg)
তুরস্কের ড্রামাটি অটোমান সাম্রাজ্য নিয়ে। অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এর্তগুল ঘাজি। যিনি আবার ওসমানের পিতা।
অবিকল এক দেখতে। সেই গোঁফ দাঁড়ির জঙ্গল। মুখে রাগি এক্সপ্রেশন। এক ঝলকে ভেবে বিরাট কোহলি মনে হতেই পারে। এই কোহলি আবার ক্রিকেট মাঠে ব্যাট হাতে নয়, টেলিভিশন দুনিয়ায় তরুণীদের হৃদয়ে ঝড় তুলেছেন।
কোহলিকে টিভির পর্দায় দেখে কিছুটা অবাক হয়েই গিয়েছিলেন পাকিস্তানের তারকা পেসার মহম্মদ আমের। লকডাউনে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছে। ক্রিকেটাররা মাঠ ছেড়ে গৃহবন্দি। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে লাইভ সেশন করে সময় কাটাচ্ছেন। পাক পেসার অবশ্য টিভির স্ক্রিনে চোখ রেখেছেন।
তিনি তুরস্কের টিভি ড্রামা সিরিজের বেশ ভক্ত। তিনি নিয়মিত দেখছেন 'দিরিলিস এর্তগুল ঘাজি' সিরিয়াল। সেখানেই তিনি বিরাট কোহলিকে দেখে চমকে যান।
আসল বিরাট কোহলি অবশ্যই নন। তুর্কি অভিনেতা কেভিট সেটিন গানারকে একদমই বিরাট কোহলির লুক এলাইক বলা যেতে পারে। তাঁকে দেখেই বিস্মিত আমের নিজেট টুইটারে লিখলেন, "ভাই, এটা কি তুমি, আমি বিভ্রান্ত হয়ে পড়ছি।"
@imVkohli brother is it you m confused ???? pic.twitter.com/kbwn31yjT6
— Mohammad Amir (@iamamirofficial) May 15, 2020
MANY DUPLICATE COPIES ???????????? pic.twitter.com/TLVF2yRdnh
— RAMEEZ 66 (@RameezBhat66) May 15, 2020
Keep checking his Lip Sync, if he says Ben Stokes..He is the one
— मरज़ा ग़ालिब ???? (@Marja_Ghalib) May 15, 2020
Haha we all felt it like that????????????#ForeverWithKingKohli
— MOHIT (@mohitsharma13__) May 15, 2020
You missed him pic.twitter.com/88b0ApI8zw
— 2020 (@AkhandaTripath1) May 15, 2020
@imVkohli brother is it you m confused ???? pic.twitter.com/kbwn31yjT6
— Mohammad Amir (@iamamirofficial) May 15, 2020
এরপরেই আমিরের টুইট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভারত, পাকিস্তান দু দেশের ক্রিকেট সমর্থকরাই এই টুইট লাইক, শেয়ার করেছেন।
প্রসঙ্গত, তুরস্কের ড্রামাটি অটোমান সাম্রাজ্য নিয়ে। অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এর্তগুল ঘাজি। যিনি আবার ওসমানের পিতা। ৪টে মরশুম ধরে এই সিরিয়াল দেখানো হচ্ছে তুরস্কের টিভিতে। আর এর্তগুল ঘাজি-র চরিত্রেই অভিনয় করছেন বিরাটের লুক এলাইক কেভিট সেটিন গানার। জনপ্ৰিয় সিরিয়ালটির ৪৪৮টি এপিসোড রয়েছে।