Advertisment

মাঝ আকাশে প্রথম জন্মদিন পালন খুদে আরোহীর, বিমানকর্মীদের নজরকাড়া উদ্যোগে আপ্লুত পরিবার

আরোহীর বাবা ছবিগুলি পোস্ট করে এয়ারলাইন্স সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Vistara, flight crew, surprise, family, birthday celebration, Maldives, toddler, Aarohi, cake, fruits, handwritten note, heartwarming gesture, Twitter, pictures, gratitude, love and appreciation, first birthday, 35,000ft, significance, #VistaraLove, positive interactions, viral video, heated fight, shouting, yelling, passenger, daughter, touched, woman screaming, crew members, restore order, difficult to control, error-free, consistent, easy to read, no opinions.

আরোহির বাবা ছবিগুলি পোস্ট করে এয়ারলাইন্স সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

যে কোন সন্তানের প্রথম জন্মদিন সব বাবা-মায়ের কাছেই স্পেশ্যাল। মেয়ের প্রথম জন্মদিন পালিত হল ৩৫ হাজার ফুট উচ্চতায়। এমনই এক আবেগঘন কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তা মুহূর্তেই মন চুরি করেছে নেটিজেনদের।

Advertisment

ভিস্তারা ফ্লাইটে কেবিন ক্রু’দের উদ্যোগে মিড-এয়ার-এ ছোট্ট মেয়ে আরোহীর  জন্মদিন সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় সকলের মন চুরি করেছে।  বাবা-মায়ের সঙ্গে জন্মদিনের উচ্ছ্বাসে মেতে উঠেছেন ছোট্ট মেয়েটি। জন্মদিন পালনের এমন এলাহি আয়োজনের ছবি মেয়েটির বাবা টুইটারে পোস্ট করেছেন।

ভিস্তারা ফ্লাইতে ক্রু’মেম্বাররা বিমানের কনিষ্ঠ সদস্য, আরোহির জন্মদিনের বিষয়ে জানতে পারেন। সঙ্গে সঙ্গে বিমানেই চলে সেলিব্রেশনের প্রস্তুতি। একটি কেক, কিছু ফল, চকোলেট, হাতে লেখা শুভেচ্ছা পত্র এই নিয়েই মাঝ আকাশে পালন করা হল একরত্তির জন্মদিন। এয়ারলাইন্সের তরফে এমন আয়োজনে অবাক মেয়েটি। একই সঙ্গে অবাক মেয়েটির পরিবারও।

রোহিত, আরোহির বাবা ছবিগুলি পোস্ট করে এয়ারলাইন্স সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং লিখেছেন, "যেভাবে ভিস্তারা ক্রু মেম্বাররা আমার মেয়ের প্রথম জন্মদিনটি মাঝ আকাশে উদযাপন করেছে তা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ, ভিস্তারা।

রোহিতের টুইটের প্রতিক্রিয়া জানিয়ে ভিস্তারা এয়ারলাইন্সের তরফে লেখা হয়েছে প্রথম জন্মদিনের তাৎপর্য সত্যিই আলাদা। ৩৫০০০ ফুট উচ্চতায় তা উদযাপন জন্মদিনকে আরও স্পেশ্যাল করে তোলে।

Viral Video
Advertisment