scorecardresearch

কুকুরছানাকে মাতৃস্নেহে দুধ খাওয়াচ্ছেন দৃষ্টিহীন মহিলা, ভাইরাল ভিডিও মন ছুঁয়ে গেল সকলের

ভিডিওটি অনলাইনে শেয়ার করার পর ৫০ লক্ষের বেশি ভিউ হয়েছে। ক্লিপটি দেখার পরে নেটিজেনদের মন ভারাক্রান্ত হয়ে উঠেছে।

visually-impaired, woman, viral, video, feeds, puppy, milk, bottle, heartwarming, emotional, instagram",

আদরের পোষ্যকে বোতল থেকে দুধ খাওয়াচ্ছেন দৃষ্টিহীন এক প্রতিবন্ধী মহিলা। ভাইরাল ভিডিও নেটিজেনদের আবেগপ্রবণ করে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই মানুষের সঙ্গে আদরের পোষ্যের নানান মজার ও আবেগপ্রবণ ভিডিও ভাইরাল হয়ে থাকে। তার মধ্যেই এটিই সাম্প্রতিকতম সংযোজন।

দৃষ্টিহীন এক প্রতিবন্ধী মহিলার একটি বোতল থেকে প্রকাশ্যে কুকুরছানাকে দুধ খাওয়ানোর একটি ক্লিপ অনলাইনে ভাইরাল হয়েছে। ক্লিপটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এবং ইন্টারনেটে সকলের মন জয় করেছে এই ভিডিও।

এখন ভাইরাল হওয়া ভিডিওটি ইন্সপায়ার নেচার নামে একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। ক্লিপটিতে, একজন দৃষ্টিহীন প্রতিবন্ধী এক মহিলাকে একটি ছোট কুকুরছানা কোলে নিয়ে একটি ট্যুরিস্ট স্পটের বাইরে বসে বোতল থেকে দুধ কুকুর ছানাকে খাওয়াচ্ছিলেন।

ভিডিওটি অনলাইনে শেয়ার করার পর ৫০ লক্ষের বেশি ভিউ হয়েছে। ক্লিপটি দেখার পরে নেটিজেনদের মন ভারাক্রান্ত হয়ে উঠেছে। এক ইউজার লিখেছেন, “আমি সম্পূর্ণ বাকরুদ্ধ। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। অন্ধ হলেও আপনার ভালবাসা অন্ধ নয়,”।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Visually impaired woman feeds milk to puppy from a bottle viral video has made the internet emotional