গভীর কুয়ো থেকে পাইথন উদ্ধার করতে গিয়ে সাপ সহ জলে পড়ে গেলেন ব্যক্তি

কুয়োর মধ্যে দড়ি বেয়ে কোনো সুরক্ষা ছাড়াই নেমে পড়ে এক ব্যক্তি। একেবারে জলের কাছে গিয়ে সাপটিকে ধরার চেষ্টা করে।

কুয়োর মধ্যে দড়ি বেয়ে কোনো সুরক্ষা ছাড়াই নেমে পড়ে এক ব্যক্তি। একেবারে জলের কাছে গিয়ে সাপটিকে ধরার চেষ্টা করে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পরিত্যাক্ত কুয়ো থেকে উদ্ধার করা হচ্ছে দশ ফুটের পাইথন সাপ। কিন্তু শেষমেষ তা সম্ভব হয়না। সম্প্রতি এই ভয়ানক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে শিউড়ে উঠছে নেট নাগরিকরা।

Advertisment

ভিডিওটিতে দেখা যাচ্ছে, কুয়োর মধ্যে দড়ি বেয়ে কোনো সুরক্ষা ছাড়াই নেমে পড়ে এক ব্যক্তি। একেবারে জলের কাছে গিয়ে সাপটিকে ধরার চেষ্টা করে। সাপটিকে ধরতে পারলে তাকে নিয়ে দড়ি ধরে উপরে উঠতে থাকে ওই ব্যক্তি। এরমাঝে সাপটি হাত ফোসকে যায়। কিন্তু জড়িয়ে থাকে তাকে। এরপর হাত ফোসকে সাপ সহ কুয়োতে পড়ে যায় ওই ব্যক্তি। ঘটনাটি ঘেটেছে কেরলে।

দেখুন সেই ভিডিও...

viral