যারা কথা শুনতে বা বলতে পারে না তাদের জন্য, হাত দিয়ে নানা ধরনের চিহ্ন বা প্রতীক তৈরি করে তাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাওয়ার একটি পদ্ধতির নাম sign language। হাত দিয়ে তৈরি করা চিহ্ন, প্রতীক ছাড়াও মুখের বা শরীরের অঙ্গভঙ্গির মাধ্যমেও ‘সাইন ল্যাঙ্গুয়েজ’ এর ব্যবহার করা হয়। প্রতিবন্ধী মানুষের যোগাযোগের অন্যতম ব্যবহৃত মাধ্যম হল ‘সাইন ল্যাঙ্গুয়েজ’।
আর সেই ‘সাইন ল্যাঙ্গুয়েজ’ব্যবহার করেই রেস্তোরাঁয় আগত এক বিশেষ ভাবে সক্ষম মহিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রেস্তোরাঁর এক ওয়েটার। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সেই ভিডিও। সকলেই বিশেষ ভাবে সক্ষম মহিলাকে জীবনের বিশেষ এই দিনে এভাবে শুভেচ্ছা জানানোয় রেস্তরাঁর কর্মীর প্রশংসা করেছেন। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছে ‘গুডনিউজ করেসপন্ডেন্ট’।
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে ওয়েটার সেই টেবিলের দিকে হাঁটছেন যেখানে এই বয়স্ক মহিলার বসেছিলেন। তিনি তাঁর কাছে গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। ওয়েটারের এই মিষ্টি ‘অঙ্গভঙ্গিতে’ আপ্লূত মহিলা। সেই সঙ্গে মহিলার সঙ্গে আগত সকলেই ওয়েটারের এমন মহানুভবতাকে স্যালুট জানিয়েছেন।