Viral Video: সুইজারল্যান্ডের ভারতীয় রেস্তোরাঁয় সালোয়ার কামিজ পরে খাবার পরিবেশন করতে দেখা গিয়েছে ওয়েট্রেসদের। এই ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Advertisment
সম্প্রিত এক ভারতীয় দম্পতি সম্প্রতি সুইজারল্যান্ডে গিয়েছিলেন। সেখানে একটি ইন্ডিয়ান রেস্তোরাঁয় সালোয়ার কামিজ পরা ওয়েট্রেসদের খাবার পরিবেশন করতে দেখে তাঁরা রীতিমত অবাক হয়ে গিয়েছিলেন। এখন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঝড়ের বেগে।
আদতে জার্মানিতে বসবাসকারী স্নেহা এবং বীরু সম্প্রতি সুইজারল্যান্ড সফরে গিয়েছিলেন সেখানে একটি ইণ্ডিয়ান রেস্তোরাঁয় গিয়ে তো তারা রীতিমত অবাক। রেস্তোরাঁয় সালোয়ার কামিজ পরে ওয়েট্রেসদের খাবার পরিবেশন করতে দেখা যায়।
তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘সুলমেটস_এক্সপ্রেস’-এ, স্নেহা এবং বীরু সুইজারল্যান্ডের ভারতীয় রেস্তোরাঁয় তাদের সেই অভিজ্ঞতার একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে লেখা রয়েছে ওই রেস্তোরাঁয় ওয়েট্রেসদের লাল সালোয়ার স্যুট সহ ঐতিহ্যবাহী গহনা পরে গ্রাহকদের সেবা প্রদান করতে দেখা গেছে।
ক্যাপশনে লেখা রয়েছে “যখন সুইজারল্যান্ডে ভারতীয় রেস্তোরাঁ এবং ওয়েট্রেস ভারতের চেয়ে বেশি ভারতীয় হয়,”! পোস্টে, দম্পতি বলেছেন, "বেশিরভাগ ইউরোপে ভারতীয় রেস্তোরাঁয় পা রাখা এক সুন্দর অভিজ্ঞতা।