১ মিনিটে ১৯৬টি অঙ্কের সমাধান! বিশ্ব রেকর্ড করল ১০ বছরের খুদে

দ্রুত অঙ্ক করার অনুশীলন করেছে সে। সম্প্রতি সে এক মিনিটে শেষ করতে পেরেছে ১৯৬ টি অঙ্ক।

দ্রুত অঙ্ক করার অনুশীলন করেছে সে। সম্প্রতি সে এক মিনিটে শেষ করতে পেরেছে ১৯৬ টি অঙ্ক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লকডাউনে অনেকেই নিজের ধুলো-মরচে পরা শখ গুলোকে বের করে এনেছে। আঁকা, গান, নাচ দিয়ে ভরে তুলছঠে নিজের টাইমলাইন। কারণ একটাই, এই রকম অফুরন্ত সময় আগে পায়নি মানুষ। কিন্তু এই সময়কেই কাজে লাগিয়েছে ১০ বছরের এক খুদে। দ্রুত অঙ্ক করার অনুশীলন করেছে সে। সম্প্রতি সে এক মিনিটে শেষ করতে পেরেছে ১৯৬ টি অঙ্ক।

Advertisment

আলোর গতিতে গণিতের সমস্যাগুলি সমাধান করার এই ভিডিও সম্প্রতি ভাইরাল সোশাল মিডিয়ায়। এই খুদে পাকিস্তানের বাসিন্দা, অনলাইন গণিতের টেবিল লার্নিং অ্যাপ ‘টাইমস টেবিলস রক স্টারস’ রেকর্ড ভাঙার চেষ্টা করেছিলেন। ইতিমধ্যে তাঁর স্কোর সবচেয়ে বেশি।

Advertisment

প্রতিটি অঙ্ক করতে সময় নিয়ে গড়ে ৩ সেকেন্ড। টিটি রকস্টার হিসেবে তাঁকে গণ্য করা হয়েছে। অনলাইনে শেয়ার হওয়ার পরে, ভিডিওটি ২০,০০০ এর বেশি ভিউ পেয়েছে, অনেকে তার দক্ষতার জন্য প্রশংসা করেছে। নটিংহাম পোস্টের সঙ্গে কথা বলার সময় সে বলে, “আমি এই খেতাব অর্জন করতে পেরে খুব খুশি এবং উচ্ছ্বসিত। এটি স্বপ্নের মতো ”

Read the full story in English

viral viral news