/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/viral-feature-12.jpg)
নিমেষে ভেঙে চূরমার। আগুনে ক্ষতিগ্রস্থ করার এক বছর পরে, জোহানেসবার্গের ব্যাঙ্ক অফ লিসবন ভবনটি রবিবার নিয়ন্ত্রিত বিস্ফোরণে ভেঙে ফেলা হয়। তারই ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।
অগ্নিকাণ্ডের পরে কাঠামোগত দিক থেকে পর্যবেক্ষণ করে দেখা যায় ২২ তলা বাড়িটি কোনোভাবেই মেরামত সম্ভব নয়। এই বাড়ির অগ্নিকাণ্ডে তিন জন দলকর্মী প্রাণ হারিয়েছিলেন।
#BankOfLisbon is gone, this brings a close to a painful chapter to the families and colleagues of the fallen firefighter. We will never forget the sacrifice you made #JobugsBravestpic.twitter.com/MhipvQqtHS
— City of Joburg EMS (@CityofJoburgEMS) November 24, 2019
স্থানীয় প্রতিবেদন অনুসারে, জোহানেসবার্গের ওই বাড়িটি ৮৯৪ কেজি বিস্ফোরক ব্যবহার করে ৩০ সেকেন্ডেরও কম সময়ে ভেঙে ফেলা হয়ে। ভেঙে ফেলার আগে প্রায় ২০০০ লোককে সেই স্থান থেকে সরিয়ে ফেলা হয়।
Read the full story in English