New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/spain-759.jpg)
ছবি: ইউটিউব।
সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ঘটনা, যা ভাইরাল হয়ে গিয়েছে।
ছবি: ইউটিউব।
মদের নেশা সর্বনাশা! না হলে কেউ এমন কাণ্ড করেন! রাস্তা নয়, রেল লাইনের উপর দিয়ে গড়গড়িয়ে চলল গাড়ি। তাও আবার এক মাইলেরও বেশি পথ। এমন কাণ্ডই ঘটেছে স্পেনের মালাগায়। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ঘটনা, যা ভাইরাল হয়ে গিয়েছে।
গাড়ি চালাতে চালাতে আচমকাই রেললাইনের মধ্য়ে ঢুকে পড়েন এক মহিলা চালক। তারপর নিমেষে ১ মাইলেরও বেশি রেলপথের উপর গাড়ি চালিয়ে ফেললেন এক মহিলা চালক। শেষে একটি টানেলে ঢোকার মুখে থমকে যায় তাঁর গাড়ি। ওই মহিলা চালকের এহেন কীর্তির জেরে প্রায় ২ ঘণ্টা দেরিতে চলে ট্রেন।
আরও দেখুন: একেই বলে ভালবাসা! প্রিয় কুকুরের সোনার মূর্তি গড়লেন প্রেসিডেন্ট
দেখুন ভিডিও:
ঘটনা দেখা মাত্রই মালাগা মেট্রো নিরাপত্তী রক্ষীরা পুলিশকে খবর দেন। তারপর ট্রাক এনে গাড়িটি রেলপথ থেকে সরানো হয়, ইউরো উইকলি নিউজ সূত্রে এমনই খবর। মদ্য়পান করেই গাড়ি চালাচ্ছিলেন ওই মহিলা। যার জেরেই এমন কাণ্ড ঘটেছে। ওই মহিলার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Read the full story in English