Advertisment

‘তুম হি আনা’…..! লোকাল ট্রেনে গুনগুন, কাকে মিস করছেন এই বৃদ্ধ

এই প্রজন্মের গানে বুঁদ বৃদ্ধ

author-image
IE Bangla Web Desk
New Update
Viral video,old man signing in train,man singing 'Tum hi Aana',Jubin Nautiyal song,Marjaavaan,man singing in moving train,twitter viral,vapi station,Gujarat,man singing in train"

বাড়ির বড়দের অনেক সময় বলতে শোনা যায় যে, পুরনো গানের মাহাত্ম্যই আলাদা। কথাটা একেবারেই খাঁটি। পুরনো গানের কথা ও সুর আজও যেন সকলের মনে গেঁথে থাকে। নতুন গানের পাশাপাশি আজকের তরুণ প্রজন্মও যেন লতা, আশা, কিশোর, মান্না, হেমন্ত, আর ডি বর্মন, মহম্মদ রফির গানে বুঁদ হয়ে থাকে। পুরনো গানের, যে গভীরতা তা আজকাল মুক্তি পাওয়া নতুন খুব কম গানেই পাওয়া যায়। অনেক তরুণ-তরুণী নতুন গানের চেয়ে পুরনো গান শুনতে বেশি পছন্দ করেন। তবে সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে একেবারেই উল্টো ছবি দেখা গিয়েছে। আজকের প্রজন্মের গানে বুঁদ হয়ে থাকতে দেখা গিয়েছে এক বৃদ্ধকে। ভাইরাল এই ভিডিওতে লোকাল ট্রেনে বৃদ্ধকে এই প্রজন্মের গান ‘তুম হি আনা’ গুনগুন করতে দেখা যায়।

Advertisment

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে, যা মানুষজনের মন ছুঁয়ে গিয়েছে। এই ভিডিওতে একজন বৃদ্ধকে মুম্বই লোকাল ট্রেনে গান গুনগুন করতে দেখা যাচ্ছে। যে বিষয়টি লোকেদের দৃষ্টি আকর্ষণ করেছিল তা হল কয়েক বছর আগে মুক্তি পাওয়া এই গানের প্রতিটি শব্দ তার মুখস্থ।

তাঁর এই স্টাইল ছুঁয়ে গেছে সকলের মন। ভিডিওটি দেখার পরে লোকেরা তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। ভিডিওটিতে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন- 'উনি নিশ্চয়ই কিছু ব্যথা মনে লুকিয়ে রেখেছেন', অপর একজন ব্যবহারকারী লিখেছেন- ‘পুরোনো ক্ষত মনে রেখেছেন তিনি।' তিনি ছাড়াও তৃতীয় একজন ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন- 'জিনা ইসি কা নাম হ্যায়'।

Viral Video elderly couple
Advertisment