New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/ELEPHANT.jpg)
এমন সময় হাতি গুটি গুটি পায়ে এসে ফল খেতে শুরু করে। খানিক পরে চোখের নিমেষে শুঁড়ে করে একসঙ্গে অনেক ফল মুখে ঢুকিয়ে নেয় হাতিটি।
সোশাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে একটি হাতির ভিডিও। যা দেখে অবাক নেট পাড়া। চোখের নিমেষে হাতির বদমাইশি বুদ্ধির প্রশংসা করেছে নেটিজেনরা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তা জ্যাম, একটা ফলের গাড়ি উল্টে গিয়েছে। রাস্তায় গড়া গড়ি খাচ্ছে ফল। বেশ কিছু মানুষ সেই ফল কুড়াতে ব্যস্ত। এমন সময় হাতি গুটি গুটি পায়ে এসে ফল খেতে শুরু করে। খানিক পরে চোখের নিমেষে শুঁড়ে করে একসঙ্গে অনেক ফল মুখে ঢুকিয়ে নেয় হাতিটি।
দেখুন ভাইরাল ভিডিও
@findingalexxtravelThis poor elephant got the last laugh ???? wait til the end! ##tiktoktravel ##funnyanimals ##elephants ##travelvideo ##worldtravel ##travellife
Read the full story in English