আজবকাণ্ড! ঢেউয়ের মত এগিয়ে আসছে আগুন, তবু পুড়ছে না গাছপালা

পার্কের ঘাষের কাছে জ্বলছে আগুন। তাহলে পুড়ছে না কেন ?

পার্কের ঘাষের কাছে জ্বলছে আগুন। তাহলে পুড়ছে না কেন ?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অবাক ঘটনা! সাম্প্রতিক কালে সোশাল মিডিয়ায় একটি ভিডিও দেখে এমনই কিছু মন্তব্য করছে নেট পাড়া। যেখানে দেখা যাচ্ছে,একটি পার্কে আগুন লেগে গিয়েছে। সরু রেখায় হলেও, দাউ দাউ করে জ্বলছে আগুন। কিন্তু, পুড়ছে না গাছপালা, চেয়ার , ঘাষ! যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। দৃশ্যটি স্পেনের বলে জানা গিয়েছে।

Advertisment

ভিডিয়োটি স্পেনের একটি ফেসবুক পেজ ক্লাব দে মন্টানা কালাহোরা পোস্ট করে। সংবাদমাধ্যমে জানা গিয়েছে, এটি কোলাহোরা শহরের একটি পার্কের দৃশ্য। পার্কের ঘাষের কাছে জ্বলছে আগুন। তাহলে পুড়ছে না কেন ? কী ভাবছেন রসায়ন বিদ্যা আছে এতে! এটি গাছেরই বৈশিষ্ট্য। নাম পপলার । সেই গাছের বীজ পড়ে চাদরের মত বিছিয়ে রয়েছে গোটা পার্ক। ওই অনেকটা শিমুল তুলোর মতো। যা বাঁধা দিয়েছে আগুনকে।

সে শুধু নিজেই পুড়ছিল, ঘাষকে ছুতে দেয়নি। ওয়াকিবহাল মহলের মন্তব্য, আগুনের তাপ কম তাই বীজ পুড়ে যাওয়ার পর ঘাষকে পোড়ানোর ক্ষমতা থাকছে না।

দেখুন ভাইরাল ভিডিও...

Advertisment

viral