New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/03/kerala-cycle-accident-escape.jpg)
কেরলে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, সাক্ষাত মৃত্যুমুখ থেকে ফিরে এল বছর আটেকের বালক
উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটর বাইকের সঙ্গে ধাক্কা খেয়ে ছেলেটি রাস্তার ওপর ছিটকে পড়ে।
কেরলে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, সাক্ষাত মৃত্যুমুখ থেকে ফিরে এল বছর আটেকের বালক
রবিবার কেরালার কান্নুরের তালিপারম্বার কাছে চোরুক্কালায় এক মারাত্মক পথ দুর্ঘটনায় সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরে এল আট বছরের এক বালক। ঘটনার অভিঘাতে বাকরুদ্ধ হয়ে পড়ে ছেলেটি। জানা গিয়েছে সাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েই ঘটে এই বিপত্তি। ইটিভি তেলঙ্গানার রিপোর্ট অনুসারে নতুন সাইকেল চালানোর সময় হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সোজা রাস্তার দিকে চলে আসে বছর আটেকের বালক। উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটর বাইকের সঙ্গে ধাক্কা খেয়ে ছেলেটি রাস্তার ওপর ছিটকে পড়ে।
সেই সময় মোটর বাইকের পিছনেই দ্রুত গতিতে ছুটে আসছিল একটি সরকারি বাস। বাসটি দ্রুত গতিতে থাকার কারণে ব্রেক কষতে না পারায় সোজা ছেলেটির সাইকেলের ওপর দিয়েই চলে যায়। সাইকেলটি মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায়।
ছেলেটিকে অক্ষত অবস্থায় রাস্তার পাশ থেকে উদ্ধার করে স্থানীয় মানুষজন। ঘটনার অভিঘাতে চমকে ওঠেন আশে পাশে থাকা মানুষজন। এই ঘটনার ভিডিও স্থানীয় সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ভিডিও দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। এমন ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে কোন মতে প্রাণে বাঁচার জন্য সকলেই ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন। দেখুন সেই শিউরে ওঠার মত ভিডিও।