লকডাউনে বাড়ির বাইরে বোরোলেই খুঁজে বের করছে ড্রোন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, লকডাউনে বাড়ির বাইরে বেরোনো মানুষ গুলোকে ধাওয়া করছে ড্রোন। লুকোনোর জায়গা পাচ্ছে না তারা। উল্লেখ্য, লকডাউন অক্ষরে অক্ষরে আমজনতাকে পালন করাতে এই ড্রোন ব্যবহার করছে পুলিশ।
মালাপুরম জেলায় ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু করেছে কেরল পুলিশ। ড্রোন দেখেই সবাই ছুটছেন। যে যেদিকে পারছেন। সেই ড্রোনে তোলা ভিডিও টুইট করা মাত্রই ভাইরাল সোশাল মিডিয়ায়।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ড্রোনের থেকে পালাতে ধুতি গুটিয়ে দৌড় দিয়েছে। প্রথমে পাঁচিল টপকে লুকোনোর চেষ্টা করেন। কিন্তু, তাতে সফল হন না। ড্রোন সেখানেও পৌঁছে যায়। যা দেখে হেঁসে লুটোপুটি নেট দুনিয়া।
Drone sightings during lockdown… pic.twitter.com/kN3a4YCJ5D
— Kerala Police (@TheKeralaPolice) April 7, 2020
Drone sightings during lockdown… pic.twitter.com/kN3a4YCJ5D
— Kerala Police (@TheKeralaPolice) April 7, 2020
Read the full story in English