scorecardresearch

ধুতি মাথায় তুলে ছুট, ধাওয়া করছে পুলিশের ড্রোন

ড্রোন দেখেই সবাই ছুটছেন। যে যেদিকে পারছেন।

ধুতি মাথায় তুলে ছুট, ধাওয়া করছে পুলিশের ড্রোন

লকডাউনে বাড়ির বাইরে বোরোলেই খুঁজে বের করছে ড্রোন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, লকডাউনে বাড়ির বাইরে বেরোনো মানুষ গুলোকে ধাওয়া করছে ড্রোন। লুকোনোর জায়গা পাচ্ছে না তারা। উল্লেখ্য, লকডাউন অক্ষরে অক্ষরে আমজনতাকে পালন করাতে এই ড্রোন ব্যবহার করছে পুলিশ।

মালাপুরম জেলায় ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু করেছে কেরল পুলিশ। ড্রোন দেখেই সবাই ছুটছেন। যে যেদিকে পারছেন। সেই ড্রোনে তোলা ভিডিও টুইট করা মাত্রই ভাইরাল সোশাল মিডিয়ায়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ড্রোনের থেকে পালাতে ধুতি গুটিয়ে দৌড় দিয়েছে। প্রথমে পাঁচিল টপকে লুকোনোর চেষ্টা করেন। কিন্তু, তাতে সফল হন না। ড্রোন সেখানেও পৌঁছে যায়। যা দেখে হেঁসে লুটোপুটি নেট দুনিয়া।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Watch kerala police shares video of men running after seeing drone during lockdown