লকডাউনের সকালে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ, এগিয়ে এল একদল রাস্তার কুকুর

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, শহরে ঘুরছে চিতাবাঘ

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, শহরে ঘুরছে চিতাবাঘ

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লকডাউনের সকাল। খাঁ খাঁ করছে রাস্তাঘাট। এমন সময় কাঁধের উপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ। বাঘের হাত থেকে বাঁচতে গাড়িতে উঠার চেষ্টা করলেও লাভ হয় না। মানুষটির পায়ে কামড় বসানোর চেষ্টা করে বাঘটি। কোন রকমে পালিয়ে বাঘের মুখ থেকে বাঁচার চেষ্টা করে ওই ব্যক্তি। এমন সময় ঘটনাস্থলে এগিয়ে আসে একদল রাস্তার কুকুর। বিন্দুমাত্র ভয় নেই তাদের চোখে-মুখে। বাঘটিকে ঘিরে ধরে তারা। লেজ ধরে টানার চেষ্টাও করে। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চর্চায় মেতেছে নেটদুনিয়া। কুকুরের সাহসিকতার প্রশংসা করেছে অনেকে। তবে এখনো চিতাবাঘ কে ধরা সম্ভব হয়েছে কিনা, তা জানা যায়নি। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদ শহরে।

Advertisment

গত সপ্তাহে হায়দরাবাদের রাস্তায় বসে থাকতে দেখা যায় এক চিতাবাঘকে। বনদপ্তরের কর্মীরা তাকে ধরতে এলে, সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাই সোশ্যাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করেছেন সেদিনের সেই চিতা বাঘটি ঘুরছে হায়দরাবাদের শহরে।

Advertisment

Read the full story in English

viral news