লকডাউন লঙ্ঘন, রাস্তায় শুয়ে যোগব্যায়াম করাল পুলিশ, ভাইরাল ভিডিও

৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। ১২৪২০টি গাড়ি আটক করেছে পুনে পুলিশ।

৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। ১২৪২০টি গাড়ি আটক করেছে পুনে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লকডাউন ভাঙার শাস্তি, রাস্তায় শুয়ে যোগ ব্যায়াম করতে বাধ্য করল পুলিশ। বৃহস্পতিবার লকডাউন লঙ্ঘন করা এবং বৈধ কারণ ছাড়া ঘোরাফেরা করতে দেখা গিয়েছে বহু মানুষকে। পুলিশ প্রথমে তাদেরকে আটক করে চাদি ফাটা  রোদ্দুরের মধ্যেই রাস্তায় বসায়। এছাড়া. তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ১৪৪ ধারা ( সরকারের দ্বারা জারি করা আদেশ লঙ্ঘন) এর অধীনে এফআইআর করা হয়েছে।

Advertisment

জয়েন্ট পুলিশ কমিশনার রবীন্দ্র শিসভে বলেছেন, পুনের বিভিন্ন জায়গায় লকডাউন বিধি লঙ্ঘনকারীদের শাস্তি দেওয়া হয়েছে। তাদেরকে যোগ ব্যায়াম করতে বাধ্য করা হয়েছে।

এর আগে, ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল যে মহারাষ্ট্রে সর্বাধিক লকডাউন লঙ্ঘনের ঘটনা ঘটেছে পুনে শহরে। লকডাউন শুরু হওয়ার পর থেকে ২২ শে মার্চ বুধবার পর্যন্ত ৫,৬০০ বেশি অপরাধ নিবন্ধিত ছিল।

Advertisment

গত তিন সপ্তাহে, পুলিশ রাজ্য জুড়ে ১,৮৮৬ জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে ৪৩৮ জন লকডাউনের নিয়ম লঙ্ঘন করেছে। এর মধ্যে ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। ১২৪২০টি গাড়ি আটক করেছে পুনে পুলিশ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, হাঁপিয়ে গেলেও রক্ষে নেই। মহিলা পুরুষ নির্বিশেষে সকলকে ব্যায়াম করানো হচ্ছে। প্রথমে ডন, এরপর 'জগিং' ও এক জায়গা দাঁড়িয়ে 'জাম্পিং জাপাং'।

বহু জায়গায় মানুষকে বাড়ির ভিতরে থাকতে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে হয়েছে। মুম্বই পুলিশও রাস্তায় বের হওয়া মানুষদের শাস্তি হিসেবে রাস্তায় বসিয়ে রেখেছিল।

প্রসঙ্গত,লকডাউন আদেশ না মানলে লঙ্ঘনকারীরা হয় এক হাজার টাকা জরিমানা বা প্রয়োজনে ছয় মাসের জেল হতে পারে।

Rea the full story in English

coronavirus corona Lockdown