/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/viral-feature-2.jpg)
দিল্লির চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে পড়লেন ২১ বছরের এক যুবক। তারপর তার সামনে নানা কেরামতি দেখাতে শুরু করেন। চিড়িয়াখানা সূত্রে খবর, পুলিশ এবং চিড়িয়াখানার কর্মীরা অক্ষত অবস্থায় সিংহের খাঁচা থেকে ওই যুবককে উদ্ধার করেছেন।
তারা আরও জানায় যে ওই যুবক সিংহের খাঁচায় প্রবেশ করার পর একেবারে সিংহের মুখের সামনে চলে যান। তারপর সেখানে হাঁটু গেড়ে বসে পড়েন তিনি। এরপর সিংহটির মুখের কাছে হাত বাড়াতেই এগিয়ে আসেন সিংহ মশাই।
ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই ভাইরাল হতে শুরু করে। যুবকটির সাহসের প্রশংসা করেছে নেটপাড়ার একাংশ। কিন্তু অধিকাংশেরই মত, কোনো নিরাপত্তা ছাড়া এই সাহস দেখানো একেবারেই উচিত হয়নি।
WATCH: Man enters lion enclosure at Delhi Zoo, rescued unharmed https://t.co/jxb2qVHA1Hpic.twitter.com/lyW8YgYo2M
— The Indian Express (@IndianExpress) October 17, 2019
Read the full story in English