New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/viral-1.jpg)
সে মেয়েটি ধরে টান দেয়। এরপর তাকে নিয়ে এগোতে থাকে। তারপর...
একটি বানর বাইকে করে এসে একটি দুধের শিশুকে টান মেরে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করল। যে ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়। যা দেখে আঁতকে উঠেছে নেট নাগরিকরা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বেঞ্চে বসে থাকা একদল বাচ্চার সঙ্গে খেলা করছিল কন্যা শিশুটি। এমন সময় ছোটদের খেলার বাইকে চেপে ঝড়ের গতিতে এগিয়ে আসছিল একটা বানর। সে মেয়েটি ধরে টান দেয়। এরপর তাকে নিয়ে এগোতে থাকে। শিশুটি রাস্তায় আছাড় খেয়ে পরে।
ডেইলিমেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ইন্দোনেশিয়ার তানজঙ্গসারি গ্রামের ঘটনা। ভাগ্যক্রমে, কোনও এক ব্যক্তি বানরটিকে ভয় দেখানোর পর শিশুটিকে মাঝপথে ছেড়ে পালায় চম্পট দেয় সে।
Can’t remember the last time I saw a monkey ride-up on a motorcycle and try to steal a toddler. It’s been ages...pic.twitter.com/PBRntxBnxw
— Rex Chapman???????? (@RexChapman) May 4, 2020
Read the full story in English