Advertisment

সংস্কৃতে শপথপাঠ করে চমকে দিলেন নিউজিল্য়ান্ডের সাংসদ

নিউজিল্য়ান্ডের সংসদে দাঁড়িয়ে গড়গড় করে সংস্কৃত ভাষায় শপথপাঠ করে চমকে দিলেন নবনির্বাচিত সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
New Zealand MP Dr Gaurav Sharma, গৌরব শর্মা

সংস্কৃতে শপথপাঠ গৌরব শর্মার।

বিদেশ বিভুঁইয়ে থাকলেও হৃদয়টা তাঁর নিজের দেশেই পড়ে রয়েছে। নিজের শিকড়টা তিনি ভোলেননি। নিউজিল্য়ান্ডের সংসদে দাঁড়িয়ে গড়গড় করে সংস্কৃত ভাষায় শপথপাঠ করে চমকে দিলেন নবনির্বাচিত সাংসদ। তে রিও ও সংস্কৃত-এই দুই ভাষায় শপথ পাঠ করে তাক লাগিয়ে দিয়েছেন হ্য়ামিল্টন পশ্চিমের সাংসদ গৌরব শর্মা।

Advertisment

হিমাচলপ্রদেশের হামিরপুর জেলায় বাড়ি গৌরবের। ৩৩ বছর বয়সী লেবার পার্টির সাংসদ বর্তমানে ফ্র্য়াঙ্কটনে থাকেন। শপথপাঠ করার ভিডিও সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেন তিনি। যা সামনে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: হাসপাতালের আইসিইউ-তে ভায়োলিন বাজিয়ে চমক করোনা রোগীর

গৌরব জানিয়েছেন, তে রিও শেখার চেষ্টা করেছেন তিনি। দেশে স্কুলে পড়াকালীন সংস্কৃত ভাষা রপ্ত করেন তিনি। তাঁর কথায়, ‘‘৩৫০০ বছরের পুরনো ভাষা সংস্কৃত। যা থেকে অনেক ভারতীয় ভাষা এসেছে’’।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral
Advertisment