সোশ্যাল মিডিয়া মানেই নানান বিচিত্র ঘটনার সমাহার। আমাদের জীবনের একঘেয়েমি কাটাতে সোশ্যাল মিডিয়ার জুড়ি মেলা ভার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন এক ঘটনা যা দেখে হেসে খুন নেটিজেন। চালকের সামান্য ভুলে একটি গাড়ি পিছনে চলতে চলতে পড়ল একটি জলাশয়ে। এমনই এক অদ্ভুত ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কেন এভাবে গাড়িটি পিছনে চলতে শুরু করল? জানা গিয়েছে পার্কিং লটে গাড়ি পার্ক করার সময় চালক হ্যান্ড ব্রেক টানতে ভুলে গিয়েছিলেন। আর তার জেরেই ঘটে এই ঘটনা। যদিও এমন ঘটনায় কেউ আহত হয় নি। যদিও সেই সময় রাস্তা দিয়ে অনবরত গাড়ি চলাচল করছিল। এই ঘটনা ঘটেছে ইউরোপে।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে গাড়িটি গড়িয়ে জলে পড়তেই তাতে জল ঢুকতে শুরু করেছে এবং সেটি স্রোতের টানে অন্যত্র ভেসে যাচ্ছে। এমন ভিডিও দেখে সকলেই তো একেবারেই হেসে খুন। তবে অনেকেই মন্তব্যে লিখেছেন, “একটু ভুলে কত বড় বিপদ ঘটে গেল”