একের পর এক ঢেউ। মাথার উপড় দিয়ে বইছে জল। কোনও ভাবেই পাড়ে আসা সম্ভব হচ্ছে না। চিত্কার করছেন বাঁচাও বাঁচাও করে। কীভাবে সম্ভব হবে ডুবন্ত মানুষটিকে বাঁচানো?
হঠাত্্ই পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষের মাথায় এল উপস্থিত বুদ্ধ। হাত ধরে তারা এগিয়ে গেলে মানুষটির দিকে। এদিকে জলের ঝাপটা আসে পরতে থাকল তাদের গায়ে। একে অপরের হাত ধরে এগোতে থাকলেন। চটজলদি লম্বা চেইন করে ফেললেন তারা।
দেখুন ভিডিওতে...
ডেইলি মেইলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, উপকূলের প্রহরী এই ঘটনার পরে একটি সতর্কতা জারি করেছিল, সম্প্রতি বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানে। তাই তাদের সরে যেতে বলেছিলেন। কিন্তু হঠাত্ই জোয়ার চলে আসে, ঢেউ বাড়তে থাকে। যার ফলে ফিরে আসতে পারছিলেন না মানুষটি।
Read the full story in English