New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/modi-rap.jpg)
ভাইরালের তকমা পেয়েছে। খুদের মুখে এ হেন প্রশংসায় সমর্থকরাব পিঠ চাপরালেও, বিরোধী পক্ষরা বেজায় চটেছে, তা কমেন্টে স্পষ্ট।
মহাষষ্ঠ দফা শেষ, আর বাকি মাত্র একটি দফা। শেষ পর্যায়ে এসে পৌছেছে ভোটের প্রচার। এই মরশুমে এক খুদে আপনা টাইম আয়েগার সুরে র্যাপ বানিয়ে চমকে দিল নেট নাগরিকদের। 'গাল্লি বয়' ছবির শুরু থেকে শেষ বিষয় ছিল ভারতীয় র্যাপ। এই সিনেমার ‘আপনা টাইম আয়েগা’ র্যাপে মেতেছিল নেটদুনিয়া। সেই মাতোয়ারা এবার ধরা দিল এক খুদের গানে। সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে।
গানের শিরোনাম ‘মোদী ফির আয়েগা’। মোদী সরকারের গুণগান নিয়েই মূলত বাধা হয়েছে গানের লিরিক্স। গানের প্রতিটি অক্ষরে কেন মোদী সরকার আসতে চলেছে তা বুঝিয়েছে ছেলেটি। পাশাপাশি মোদী সরকারের কর্মকান্ড নিয়েও বেশ আশাবাদী ওই খুদে, তাও বুঝিয়েছে ওই গানের মাধ্যমে।
তবে এই র্যাপ টুইটারে আপলোড করা হয় দিন পনেরো আগে। এতদিনে ভাইরালের তকমা পেয়েছে। খুদের মুখে এ হেন প্রশংসায় সমর্থকরা পিঠ চাপরালেও, বিরোধী পক্ষরা বেজায় চটেছে, তা কমেন্টে স্পষ্ট। কিন্তু যে যাই বলুক মোদীকে নিয়ে খুদের এই গান আপাতত সোশ্যাল মিডিয়ায় হিট, পাশাপাশি তরাণ্বিত করতে পারে ভোটের প্রচার।
Who this kid? Lets make him Famous????????????????#AayegaToModiHi pic.twitter.com/510pVuw8qQ
— Chowkidar Squinty???? (@squintneon) April 30, 2019