New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/boy-got-stuck-between-security-window-bars.jpg)
সোশ্যাল মিডিয়াতে, নিঃস্বার্থ ও সাহসী কাজের জন্য ডেলিভারি বয়ের প্রশংসা করেছে। অনেক মা বাবার সুরক্ষার বিষয়গুলি নিয়েও বিতর্ক করেছেন।
সাহসী যুবকের প্রশ্ংসায় পঞ্চমুখ নেটপাড়া। ইনি ডেলিভারি বয়। বহুতল থেকে একটি শিশুকে বাঁচাতে পাইপ বেয়ে ওঠেন তিনি। বহুতলের একটি জানালা থেকে শিশুটি ঝুলছিল। তার মাথা জানলার সঙ্গে আটকে ছিল। সম্প্রতি এই ঘটনার ভিডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।
স্থানীয় খবরে বলা হয়েছে, সোমবার চীনের গুয়াংজু অঞ্চলে ঘটনাটি ঘটে। শিশুটিকে জানালার বাইরে ঝুলন্ত অবস্থায় রক্ষা করা সম্ভব হয়। রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা সেই মুহূর্তকে ক্যামেরাবন্দী করেন। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, পরিবারের সদস্যরা শিশুটিকে উপরে টানার চেষ্টা করছেন। কিন্তু তাতে ব্যর্থ হন তাঁরা।
অনলাইনে ওই ডেলিভারি বয়কে হিরো বলে সম্বোধন করা হয়েছে। তাঁর নাম লি জিয়াজুন। তিনি বলেন, সেখান দিয়ে যাওয়ার সময় বাচ্চাটিকে দেখেন। এবং নিজের সুরক্ষার কোনও চিন্তা না করে পাইপ বেয়ে উপরে উঠে পড়েন। শিশুটির কোনো বড় আঘাত লাগেনি।
A boy got stuck between security window bars on Monday in Guangzhou, China. Watch how he was rescued pic.twitter.com/ApWZnhNtaP
— China Xinhua News (@XHNews) May 27, 2020
সোশ্যাল মিডিয়াতে, নিঃস্বার্থ ও সাহসী কাজের জন্য ডেলিভারি বয়ের অকুণ্ঠ প্রশংসা হয়েছে। অনেকে আবার শিশুটির মা-বাবা কেন সুরক্ষা দিতে পারেন নি, তাই নিয়েও বিতর্কে মেতেছেন।
Read the full story in English