New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/viral.jpg)
একেবারে ঘরোয়া আমেজে আকাশ পথে ড্রয়িং রুম নিয়ে উড়ে বেড়ায় হাসান।
বিভিন্ন সময় অদ্ভুত প্যারাগ্লাইডিং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই স্টান্ট দেখে হতবাক হয়ে যায় নেটিজেনরা। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে প্যারাগ্লাইডিংয়ের সময় একটি সোফায় বসে টিভি দেখছেন এক ব্যাক্তি। ৪.২৫ মিনিটের ক্লিপ দেখে অবাক নেট পাড়া।
আকাশে ভাসছে সোফা, লাইট সঙ্গে টিভি। বাঁধা রয়েছে প্যারাগ্লাইডের সঙ্গে। যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, প্যারাশুটের মাধ্যমে আকাশে ভাসমান অবস্থায় তুরস্কের এই ব্যক্তি সোফায় পায়ের উপর পা তুলে বসে চিপস খাচ্ছে, আর টম এন্ড জেরি দেখছেন। ব্যাক্তির নাম হাসান কাভাল।
দেখুন ভিডিওতে
সোফার পাশে লাগানো রয়েছে ল্যাম্প, সামনে রয়েছে টিভি। এ বার আকাশে ভাসা শুরু হতেই জুতো খুলে ঘরের চটি পরে নেন। একেবারে ঘরোয়া আমেজে আকাশ পথে ড্রয়িং রুম নিয়ে উড়ে বেড়ায় হাসান।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন