Advertisment

সেলফি তুলতে মাঝ নদীতে দুই যুবতী, আসতে হল উদ্ধারকারীদলকে, ভাইরাল ভিডিও

সেলফি তোলায় মগ্ন থাকায় খেয়াল করেনি, ক্রমশ জলের স্তর বাড়তে শুরু করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দু-জন যুবতী অ্যাডভেঞ্চারস সেলফি তুলতে বিপদ ডেকে এনেছিল জীবনে। ঘটনাস্থলে পুলিশ সময়মতো পৌঁছাতে না পারলে বড়সড় দূর্ঘটনার ঘটে যেত। ঘটনাটি মধ্য প্রদেশের ছিঁদোয়ারের ঘটনা। তাদের বোকামির জন্যই যে এমন ঘটনা ঘটেছে, তা নিয়ে নানা মন্তব্য শুরু হয়েছে নেট পাড়ায়।

Advertisment

দুই যুবতী, পঞ্চ নদীর তীরে কিছু বন্ধুবান্ধব নিয়ে পিকনিক করতে গিয়েছিেন, তারা মাঝ নদীতে সেলফি তুলতে একটি পাথরের উপর উঠে দাঁড়িয়। তবে সেলফি তোলায় মগ্ন থাকায় খেয়াল করেনি, ক্রমশ জলের স্তর বাড়তে শুরু করেছে। সাথে তার গতিও। ভিডিওতে উদ্ধারকারীর দলকে দড়ি নিয়ে দুই যুবতীর দিকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে।

viral viral news
Advertisment