New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/viral1.jpg)
ঘটনাটি অপ্রত্য়াশিত ছিল। কাজেই পোগ্রামটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে।
লাইভ খবর পড়ছেন সঞ্চালক। টানটান উত্তেজনা খবর ঘিরে। কিন্তু অনুষ্ঠানের মাঝে ঘটে গেল দূর্ঘটনা। হঠাত্্ই দাঁত খুলে পড়ে যায় সঞ্চালকের। যা দেখে হেসে খুন দর্শকরা। লাইভ খবর পড়ার কারণে ভিডিও এডিট করার সুযোগ ছিল না। অগত্যা সেই ভিডিও এয়ার করতেই হয় চ্যানেলকে।
জানা গিয়েছে, ইনি ইউক্রেনের টিএসএন খবরের চ্যানেলের নিউজ অ্যাঙ্কার (সঞ্চালক)। এটাই ছিল চ্যানেলের প্রাইমটাইম শো। সকাল নটা থেকে শুরু হয় এই অনুষ্ঠান। প্রতিদিনের মতো এদিনও সঞ্চালনা করছিলেন মারিচকা পাদালকো।
মারিচকা ভিডিওটি পুনরায় শেয়ার করে জানিয়েছেন, আমি, খবর পড়তে গিয়ে অন এয়ারে দাঁত হারিয়েছি।
দেখুন ভিডিওতে...
ওই পোগ্রাম আরও জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ ঘটনাটি অপ্রত্য়াশিত ছিল।
Read the full story in English