ঘুমন্ত যাত্রীদের গায়ে চুইয়ে পড়ছে জল, এয়ার ইণ্ডিয়ার অব্যবস্থার ছবি ভাইরাল হতেই রেগে কাই নেটিজেনরা

ভিডিও ভাইরাল হতেই ক্ষিপ্ত নেটিজেনরা।

ভিডিও ভাইরাল হতেই ক্ষিপ্ত নেটিজেনরা।

IE Bangla Web Desk & Sayan Sarkar
New Update
Water leaks through overhead bins on flight

এয়ার ইন্ডিয়া নিশ্চিত করেছে যে ঘটনাটি ঘটেছে 24 নভেম্বর লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর থেকে ভারতের অমৃতসর পর্যন্ত তাদের ফ্লাইট AI169-তে।

এয়ার ইন্ডিয়ার বিমানের ওভারহেড বিন থেকে জল গড়িয়ে পড়ছে। আর সেখানেই নিশ্চিন্তে ঘুমাচ্ছেন যাত্রীরা। ভিডিও দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজনরা।

Advertisment

বিমানের এই ঘটনা সাধারণভাবে বিরল। তবে এমন ভিডিও ভাইরাল হতেই ক্ষিপ্ত নেটিজেনরা। বিমানেই চরম অব্যবস্থার ছবি ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি শেয়ার করেছেন বোল্ডউইনার নামে একজন ব্যক্তি। ক্যাপশনে লিখেছেন, এটি এয়ার ইন্ডিয়ার বিমান এখানে ভ্রমণ করার অভিজ্ঞতা অত্যন্ত নিম্নমানের।

যদিও এই ঘটনার ভিডিও সামনে আসতেই বিবৃতি দিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এয়ার ইণ্ডিয়া। এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন ২৪ নভেম্বর গ্যাটউইক থেকে অমৃতসরের উদ্দেশ্যে উড়ে যাওয়া AI-1694-বিমানে বিরল ঘটনার জন্য আমরা দুঃখিত।

মুখপাত্র আরও বলেছেন, পরিস্থিতি বিবেচনা করে, কেবিন ক্রুরা যাত্রিদের আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা দিতে যথাসম্ভব চেষ্টা করেছিলেন,"। এয়ার ইন্ডিয়া যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই অপ্রত্যাশিত ঘটনার জন্য দুঃখিত"।

Advertisment

Air India