সাধারণ ভাবে দেখলে কেবল জলাশয় বলেই মনে হবে! তবে একটু ভালোভাবে লক্ষ্য করলে চোখ কপালে উঠতে বাধ্য। জলাশয় নাকি হুবহু ভারতের ম্যাপ! এমনই এক ব্যাতিক্রমী আকারের জলাশয় ধরা পড়ল জনৈক ব্যক্তির ক্যামেরায়। আর সেটাই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
অনেকেই হোয়াটসঅ্যাপে, ফেসবুক নিউজ ফিড, টুইটার, ইনস্টাগ্রামে এই জলাশয়ের ছবিটি দেখেছেন।
ছবিটি শেয়ার করেছেন ফ্রিস্টাইল কুস্তিগীর বজরঙ পুর্ণিয়াও। তিনি তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই ছবিটি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘জয় হিন্দ।’ সঙ্গে ভারতীয় পতাকার ইমোজি দেন।
এরপরে আরও ভাইরাল হয়ে যায় ছবিটি। এখনও পর্যন্ত প্রায় ৬২ হাজার লাইক পড়েছে ছবিটিতে। জলাশয়টি কোথাকার, তা জানা যায়নি। এদিকে অনেকের দাবি, এটি ফটোশপ করাও হতে পারে।