Advertisment

মেট্রোয় ফিরে দেখা 'জওয়ানে'র ঝলক! দেখুন আজকের সেরা ৫ ভাইরাল ভিডিও

জলদানবের পিঠে চড়ে বৃদ্ধে খেলা...।

author-image
IE Bangla Web Desk
New Update
Crocodile video, crocodile video, crocodile viral video, viral video,,

মেট্রোয় ফিরে দেখা 'জওয়ানে'র ঝলক!

আইসক্রিম খেতে ভালবাসেন না এমন মানুষ সচরাচর পাওয়াই যায় না। প্রচণ্ড গরমে আইসক্রমের স্বাদ ও এর শীতলতা মন প্রাণ যেন জুড়িয়ে দেয়। কিন্তু কখনও কি বাঁদরের দলকে আইসক্রিমের স্বাদ উপভোগ করতে দেখেছেন। হয়তো না। বা এমন ঘটনা অনেকে কল্পনাও করেন নি। তাদের জন্যই রইল আজকের এই ভিডিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে চুটিয়ে আইসক্রিমের স্বাদে নিজেদের ভাসিয়ে দিচ্ছে বাঁদররা। দেখুন ভিডিও

Advertisment

অন্যদিকে শাহরুখের জওয়ান ক্রেজ এখন মানুষের মধ্যে অব্যাহত। এমন পরিস্থিতিতে মেট্রোতে 'জওয়ান' গানে নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবিটি ৭ ই সেপ্টেম্বর মুক্তি পাওয়ার দিন থেকে প্রেক্ষাগৃহে মানুষের তুমুল উন্মাদনার ছরি ধরা পড়েছে। সম্প্রতি নাগপুর মেট্রোতেও জওয়ান উন্মাদনা দেখা গিয়েছে। এক যুবককে জওয়ানের গানে চলন্ত মেট্রোতেই নাচতে দেখা গিয়েছে আর সেই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখুন ভিডিও

সীমা-শচীনের প্রেম কাহিনী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। সম্প্রতি পাকিস্তান থেকে প্রেমের টানে ভারতে এসে ভাইরাল হওয়া সীমার আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, শচীন ও সীমা দুজনেই একসঙ্গে বসে ইট ভাঙছেন। সীমা হাতুড়ি দিয়ে ইট ভাঙছে আর তার স্বামী শচীন তাকে সাহায্য করছে। ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। লাখ লাখ মানুষ ভিডিওটি দেখেছেন। ভিডিও নিয়ে মানুষের প্রতিক্রিয়াও সামনে এসেছে। দেখুন ভিডিও

'জওয়ান' জ্বরে বুঁদ নেটপাড়া। ৭ ই সেপ্টেম্বর মুক্তি পাওয়ার দিন থেকে প্রেক্ষাগৃহে মানুষের তুমুল উন্মাদনার ছরি ধরা পড়েছে। আর এর মধ্যেই শাহরুখের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শাহরুখ খানকে গলায় দৈত্যাকার সাপ ঝুলিয়ে রাখতে দেখা যায়। ভিডিও দেখে চমকে উঠবেন

জলদানবের পিঠে চড়ে একি খেলা দেখাল বৃদ্ধ? সামনে এসেছে এমন এক ভিডিও যা দেখে শিরদাঁড়া দিয়ে রক্তের ঠান্ডা স্রোত বইতে শুরু করবে। ভিডিওতে দেখা যাচ্ছে প্রকাণ্ড এক কুমিরের পিঠে চেপে বসে রয়েছেন এক বৃদ্ধ। তা সত্ত্বেও কুমিরটি বৃদ্ধকে কোন ভাবেই আক্রমণ করে না। কিন্তু ভাবুন তো যদি একবার কুমিরটি পিছন ফিরে তাকাত?

viral
Advertisment