New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-137.jpg)
বিয়ের কার্ডে উল্লেখ দম্পতির ডিগ্রি, বেতন কত, জানতে চাইল নেটপাড়া
বিয়ে করার জন্য আপনার যা দরকার তা হল প্রেম-ভালবাসা মত নেটিজেনদের।
বিয়ের কার্ডে উল্লেখ দম্পতির ডিগ্রি, বেতন কত, জানতে চাইল নেটপাড়া
বিয়ে সংক্রান্ত নানান মজার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এখন এমনই একটি বিয়ের কার্ডের ছবি ভাইরাল হয়েছে যাতে পাত্র-পাত্রীর নামের পরে লেখা ছিল ডিগ্রি। কার্ড দেখে তো একেবারে অবাক নেটিজেনরা। অনেকেই মজা করে লিখেছেন, বেতন লিখতে ভুলে গিয়েছেন বোধহয়!
ইনস্টাগ্রামে পোস্ট করা আমন্ত্রণপত্রে বরের নামের পাশে লেখা হয়েছে আইআইটি বম্বে। অন্যদিকে কনের নামের পাশে লেখা হয়েছে আইআইটি দিল্লি।
বিয়ের সময়, অভিনব এবং সেরা ডিজাইনের নানান কার্ড সোশ্যাল মিডিয়ায় আলোচনায় পরিণত হয়। সম্প্রতি, বিয়েরকার্ড ইন্টারনেটে ভাইরাল হচ্ছে যা বর এবং কনের শিক্ষাগত ডিগ্রিকে হাইলাইট করে।
ইনস্টাগ্রামে পোস্ট করা আমন্ত্রণপত্রে, বরের নামের পাশে আইআইটি বোম্বে লেখা রয়েছে। অন্যদিকে কনের নামের পাশে লেখা রয়েছে আইআইটি দিল্লি।
All you need is love to get married pic.twitter.com/sjd4SZSSJR
— Mahesh (@mister_whistler) September 12, 2023
বিয়ের আমন্ত্রণটি মহেশ এক্স-এ শেয়ার করেছেন। তিনি পোস্টটির ক্যাপশন দিয়েছেন, "বিয়ে করার জন্য আপনার যা দরকার তা হল প্রেম।" শেয়ার করার পর থেকে, কার্ডটি ৫৩ হাজার বার দেখা হয়েছে এবং ৪০০ টিরও বেশি লাইক পেয়েছে। আমন্ত্রণে দম্পতির বেতন উল্লেখ না করায় হতাশ হয়েছেন ইউজাররা।