New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/11-05-50-waiters-759.jpg)
বিয়েবাড়ির তরফ থেকেই ক্যাটারিং সংস্থাকে অনুরোধ করা হয়েছিল ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে যেন খাদ্য পরিবেশনকারী সংস্থার সবাই পিপিই কিট পড়ে থাকেন। সেই অনুরোধ রাখে ক্যাটারিং সংস্থা।
করোনায় ব্যতিব্যস্ত সামাজিক জীবন। লকডাউন চলছে গোটা দেশেই ভিন্ন আঙ্গিকে। এর মধ্যেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন মানুষ, সতর্ক থেকে। বিয়ে থেকে শ্রাদ্ধ, উপনয়ন থেকে জন্মদিন- নিমন্ত্রিতদের তালিকা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। অল্প পরিসরেই আয়োজন করা হচ্ছে সবকিছুর।
এর মধ্যেই ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশ। বিয়ে বাড়িতে ক্যাটারিংয়ের লোকজন রীতিমত পিপিই কিট পরেই খাদ্য পরিবেশন করলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশের এক বিয়েবাড়িতে যাঁরা খাদ্য পরিবেশন করছেন, তাঁরা সকলেই পিপিই কিট পরে সুরক্ষার বন্দোবস্ত করেছেন।
জানা গিয়েছে, সংশ্লিষ্ট ক্যাটারিং সংস্থাটি কৃষ্ণ জেলার গুড়িভাড়ার কোটি ক্যাটারিং সংস্থা। গত ২২ জুলাই মুন্ডিনেপল্লির গ্রামে এই বিয়ের আসর বসে। সেই বিয়েতেই ওয়েটাররা সুরক্ষা কবচ পড়ে শিরোনামে।
সর্বভারতীয় একাধিক প্রচারমাধ্যমে জানানো হয়েছে, বিয়েবাড়ির তরফ থেকেই ক্যাটারিং সংস্থাকে অনুরোধ করা হয়েছিল ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে যেন খাদ্য পরিবেশনকারী সংস্থার সবাই পিপিই কিট পড়ে থাকেন। পাশাপাশি, নির্দিষ্ট সময় পরপর ওয়েটারদের শারীরিক তাপমাত্রা মাপারও ব্যবস্থা ছিল।
গোটা দেশের মত অন্ধ্রপ্রদেশও ভাইরাস সংক্রমণে কাবু। গত ২৪ ঘন্টায় নতুন করে ৮১৪৭ জন আক্রান্ত হয়েছেন এই রাজ্যে। এই রাজ্যে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজার অতিক্রম করে গিয়েছে। সংখ্যা- ৮০,৮৫৮।