New Update
/indian-express-bangla/media/media_files/2024/12/20/K4rh6mFEwLTagedKhEaZ.jpg)
খাস কলকাতায় এবার 'অভিনব' বিয়ে , ইতিহাস গড়ে ট্রামেই চার হাত এক দম্পতির Photograph: (সোশ্যাল মিডিয়া)
খাস কলকাতায় এবার 'অভিনব' বিয়ে , ইতিহাস গড়ে ট্রামেই চার হাত এক দম্পতির Photograph: (সোশ্যাল মিডিয়া)
Wedding On A Tram: এক অভিনব বিয়ের সাক্ষী থাকল শহর কলকাতা! আস্ত ট্রামে বিয়ের বেশে দেখা গেল বর-কনে! ছুটে চলা ট্রামেই হল 'চার হাত এক'। তিলোত্তমার বুকে অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে জোর চর্চা।
বিয়ে মানেই স্পেশ্যাল প্ল্যানিং! বিশেষ এই দিনটিকে স্মরনীয় করতে কোন ত্রুটি রাখেন না বর-কনে। আগে থেকে সেড়ে ফেলা হয় যাবতীয় প্ল্যানিং। বিয়ের ভেন্যু থেকে মেনু, পোশাক থেকে ওয়েডিং শ্যুট সব কিছুই চাই একেবারে নিখুঁত।
তবে এবার বিয়ে নিয়ে এক চমকে দেওয়ার মত ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা। যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিয়ের ভেন্যু যেখানে আস্ত এক ট্রাম।
অনেকেই ভাবতে পারেন আস্ত ট্রামে বিয়ে করতে নিশ্চয় অনেক টাকা খরচ হতে পারে? জানলে অবাক হবেন এর জন্য দম্পতির খরচ হয়েছে মাত্র ৩৫৪০ টাকা। যা আজকের এই দুর্মূল্যের বাজারে নেহাতই যৎসামান্য।
অনন্য এই বিয়ের অনুষ্ঠান নিয়ে শুরু হয়েছে বিস্তর চর্চা। কলকাতার শিকড় ট্রাম। কত ইতিহাসেরত সাক্ষী থেকেছে এই ট্রাম। অনেকে স্রেফ অ্যাডভেঞ্চারের সন্ধানে ট্রামে চাপেন। এবার সেই ট্রামেই বিয়ের করা সিদ্ধান্ত নিলেন এক দম্পতি। আর বিয়ের পর ইতিমধ্যে বিষয়টি হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া সেনসেশন। আসলে ট্রাম ডিপোর একজন কর্মী, ট্রামের গুরুত্ব ও ইতিহাসকে সম্মান জানাতে ট্রামেই তাঁর ভাইয়ের বিয়ের সিদ্ধান্ত নেন। দাদার এমন অভিনব ভাবনাকে সম্মানের সঙ্গে মেনে নেন ভাই।
ইতিমধ্যেই ট্রামে বিয়ের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে, ট্রামে দারুণ আড়ম্বর সহকারে বিয়ের সেই ছবি মানুষের মন ছুঁয়ে গিয়েছে। গত সপ্তাহে শনিবার এমনই এক দুর্দান্ত বিয়ের সাক্ষী থেকেছে শহর কলকাতা।
মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে ডিপো কর্মী আবদুল রাজ্জাক তার ছোট ভাই আহমেদ হুসেনের জন্য এই অনন্য বিয়ের পরিকল্পনা করেন। তিনি বিশ্বাস করেন এভাবেই তিনি শহরের ঐতিহ্য রক্ষার বার্তা দিতে পারবেন। এরপর শনিবার ‘বলাকা’ নামের একটি হলুদ রঙের ট্রামকে গোলাপ দিয়ে সাজানো হয়। বোর্ডে লেখা ছিল 'জাস্ট ম্যারেড'। ট্রামটি নোনাপুকুর ডিপো থেকে রাত ৮টায় ছেড়ে যায়। যা রাস্তার সকলকে অবাক করে দেয়। গেলে মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
Wedding in a tram.
— Calcutta Tram Users Association (@_CTUA_) December 18, 2024
14 December, 2024.
Calcutta, India. pic.twitter.com/EGVcg4txmW
বিয়ের অনুষ্ঠানে পরিবারের প্রায় ২৫ জন হাজির ছিলেন। ১৫০ বছরের ইতিহাসে বিয়ের জন্য ট্রামের ভাড়া নেওয়ার ঘটনা এই প্রথম। দুঘণ্টার জন্য পরিবারের খরচ হয়েছে মাত্র ৩,৫৪০ টাকা। উল্লেখ্য কলকাতার রাস্তায় এক সময় ৪৫০ টিরও বেশি ট্রাম চললেও এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র আটটিতে।