New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats-20.jpg)
গাড়ির বদলে ব্যাটারি চালিত বাইকে করে ভেন্যুতে রওনা বরযাত্রির।
বিয়ের বিশেষ দিনটিকে স্মরনীয় করে তুলতে এক অভিনব আয়োজন।
গাড়ির বদলে ব্যাটারি চালিত বাইকে করে ভেন্যুতে রওনা বরযাত্রির।
বিয়ে যেকোনো ব্যক্তির জীবনের একটি বিশেষ মুহূর্ত। বিশেষ করে যখন ভারতীয়দের বিয়ের প্রসঙ্গ আসে তখন নানান কারণে তা বিশেষ হয়ে ওঠে। বিয়ের দিন অনুষ্ঠানে খামতি রাখতে চান না কেউ'ই। বিয়ের বিশেষ দিনটিকে স্মরনীয় করে তুলতে আয়োজন করা হয় বিশেষ কোন ইভেন্টের। তেমনই একটি বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে বিয়ের দিন বর ও সঙ্গে থাকা বরযাত্রীরা ঘোড়ার গাড়ি বা বিলাস বহুল গাড়ির বদলে ব্যাটারি চালিত বাইকে করে ভেন্যুতে রওনা দিতে।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হচ্ছে তাতে বরকে ব্যাটারি চালিত বাইকে বসে ছবি তুলতে দেখা যায়। প্রথমে মনে হয় শুধু ছবি তোলার জন্যই এমন আয়োজন করা হয়েছে। তবে ভিডিওটি আরও এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় বরযাত্রীরা ব্যাটারিচালিত বাইকে বসেই বিয়ের ভেন্যুর উদ্দেশ্যে রওনা দেন। এই ভিডিওটি বেঙ্গালুরুর। যা সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়েছে।
এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে traaexploreweddings নামের একটি অ্যাকাউন্ট থেকে। খবর লেখা পর্যন্ত ভিডিওটি 1.2 মিলিয়ন ভিউ এবং 47 হাজারের বেশি লাইক পেয়েছে। ভিডিওটি দেখার পর এক ব্যবহারকারী লিখেছেন- ব্যাটারি ফুরিয়ে গেলে মাঝ পথে কী হবে?