New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/cats_965dca.jpg)
অনন্য এক বিয়ের সাক্ষী থাকল নেটপাড়া।
অনন্য এক বিয়ের সাক্ষী থাকল নেটপাড়া।
অনন্য এক বিয়ের সাক্ষী থাকল নেটপাড়া।
Trending News: 'যুদ্ধজয়ের' সেরা চমক! হেলিকপ্টারে উড়িয়ে কনেকে নিয়ে গেল বর। ঝড়ের বেগে সেই দৃশ্য ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
অনন্য এক বিয়ের সাক্ষী থাকল নেটপাড়া। এই বিয়ের ছবি-ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই বিয়ের সবচেয়ে বড় 'বিশেষত্ব' বিয়ের পর কনেকে হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে গেল বর। বাগপতের এক গ্রামে এই অনন্য বিয়ের সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়া ।
বিয়ে মানেই চমকের ছড়াছড়ি! বিয়ের পোশাক থেকে গহনা, মেনু থেকে ভেন্যু সবেতেই মানুষকে চমক দিতে কোন ত্রুটি রাখে না বর-কনে। সোশ্যাল মিডিয়ায় এবার এক চমৎকার বিয়ের কাহিনী ভাইরাল হয়েছে। হেলিকপ্টারে বিদায় অনুষ্ঠান দেখতে ভিড় জমান গ্রামের একটা বড় অংশের মানুষ।
আরও পড়ুন - < Little girl dance Video: তুখোড় ‘এক্সপ্রেশন’! নেচে নজর কাড়ল একরত্তি, ঝড়ের গতিতে ভাইরাল >
গাজিয়াবাদের বীরেন্দ্রের সঙ্গে গ্রামের বাসিন্দা শ্যাম সিংয়ের মেয়ে প্রতিভা সিংয়ের বিয়ে ঠিক হয়। বর বীরেন্দ্র কনেকে নিতে হেলিকপ্টারে বাগপতের মাভিকালা গ্রামে যেতেই চোখে পড়ে সাধারণ মানুষের উন্মাদনা। হেলিকপ্টার দেখতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। 'বিদায়' অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে বলেই জানা গিয়েছে।