scorecardresearch

কোলে নিয়ে সাতপাক! ভাঙা পায়ে সম্বল কেবলই ভালবাসা, দেখুন ভাইরাল এই ভিডিও  

মিষ্টি মধুর প্রেমকাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

bride leg broken, groom carries bride in his lap, wedding video, bride's accident, Indian wedding video, made for each other, husband wife video, viral wedding, trending wedding, bride accident video

ভালবাসা মানে একে অপরের যত্ন নেওয়া এবং দুঃসময়ে একে অপরের ঢাল হয়ে দাঁড়ানো। সেকথাই আরও একবার প্রমাণ করল এক দম্পতি। আর তাদের মধুর প্রেমকাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওতে দেখা যায় বিয়ের আগেই কনের পা ভেঙ্গে যায় এক দুর্ঘটনায়, কিন্তু তাতেও ভালবাসায় কোন ছেদ পড়ে না। বিয়ের দিন নিজের ভালবাসার মানুষকে কোলে তুলে নিয়ে সাতপাকে বাঁধা পড়লেন প্রেমিক যুগল তাদের এই রোমান্টিক মুহূর্তেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।  

ভিডিওটি দেখা যায় বিয়ের আগে এক দুর্ঘটনায় কনের পা কীভাবে ভেঙ্গে যায়। তার নড়াচড়া করার ক্ষমতা টুকুও তার ছিল না। এমন পরিস্থিতিতে বিয়ের আসরে বরকে দেখা যাচ্ছে কনেকে কোলে করে নিয়ে আসছেন তিনি।

ভিডিওটি ৩রা এপ্রিল ইনস্টাগ্রামে শেয়ার করা হয়, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রায় ২৫ লাখ ব্যবহারকারী এই আকর্ষণীয় ভিডিওটি দেখেছেন। কমেন্ট বক্সে বরের এই কাজের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Weeding viral video