New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-148.jpg)
এই ভিডিও দেখে খানিক অবাক নেটিজেনরা।
বিয়ে নিয়ে হামেশাই নানান মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিয়ের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে কোন ত্রুটি রাখেন না বর-কনে।পোশাক থেকে বিয়ের সাজ, খাওয়া দাওয়া থেকে ফটোগ্রাফি সবেতেই থাকে নতুনত্বের ছোঁয়া। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে আতঙ্কিত মানুষজন। বিদায়বেলায় নববধূকে নিয়ে যেতে অনেকেই বিশেষ কিছু চিন্তা-ভাবনা করেন। ভিডিওতে দেখা যাচ্ছে বউকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে জেসিবি চড়ে আসছেন বর ও তার বাড়ির লোকজন। এই ভিডিও দেখে খানিক অবাক নেটিজেনরা।
ভিডিওতে, হলুদ-লাল বেনারসিতে মাথায় ঘোমটা দিয়ে নববধূকে বিলাসবহুল গাড়ি বা পালকি নয়, বরং জেসিবি চড়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে দেখা যাচ্ছে। ফুল দিয়ে সাজানো এই এই জেসিবিতে চড়ে পুরো ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শ্বশুর বাড়ির চৌকাঠে পা রাখেন। লোকেরা প্রায়শই তাদের বিয়ের এই বিশেষ মুহূর্তগুলিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন উপায় অবলম্বন করেন। তবে ভাইরাল ভিডিওতে কনের শ্বশুর বাড়ি যাওয়ার অনন্য উপায় মানুষের হুঁশ উড়িয়ে দিচ্ছে।
The groom reached JCB to pick up the bride in Ranchi. Video of bride's farewell from JCB. #Ranchi #Jharkhand #Viralvideo pic.twitter.com/U54Aeu9HQT
— Akshara (@Akshara117) June 14, 2023
এই ভিডিওটি ১৪ জুন টুইটারে শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, 'বর কনেকে নিতে জেসিবি নিয়ে এসেছেন’। এই ভিডিওটি রাঁচির এক গ্রামের। অভিনব উপায়ে কনেকে বাড়িতে আনতে গাড়ির বদলে জেসিবি বেছে নেন বর। ১ মিনিট ১৩ সেকেন্ডের এই ভিডিও দেখে মানুষ অবাক।