Advertisment

পাহাড়ের রাস্তায় দৌড়ে তাক লাগালেন মমতা

উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে শুধু স্বভাবসিদ্ধ দ্রুতগতিতে হাঁটলেন না। শাড়ি ও হাওয়াই চটি পরে কার্শিয়াঙের পাহাড়ি রাস্তায় রীতিমত দৌড়লেন মমতা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নিয়মিত হাঁটেন, একথা সকলেরই জানা। কলকাতার এলিয়ট পার্কে হাঁটতে গিয়ে সাপ দেখার অভিজ্ঞতার কথাও শোনা গিয়েছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের কাছে। কিন্তু বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রী হাঁটলেন না, দৌড়লেন। তাও আবার পাহাড়ের রাস্তায়। এই অভিনব দৃশ্য প্রত্যক্ষ করলেন অল্পসংখ্যক কিছু পাহাড়বাসী।

Advertisment

আরও পড়ুন: জয়ী প্রার্থীদের দিল্লিতে জরুরি তলব মোদী-শাহর

উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এদিন সকালে শুধু স্বভাবসিদ্ধ দ্রুতগতিতে হাঁটলেন না। শাড়ি ও হাওয়াই চটি পরে কার্শিয়াঙের পাহাড়ি রাস্তায় রীতিমত দৌড়লেন মমতা। সঙ্গে ছুটলেন নিরাপত্তা রক্ষীরাও। দৌড়ে মুখ্যমন্ত্রী রীতিমত টেক্কা দিলেন ট্র্যাকস্যুট পরা সঙ্গীদের।

দেখে নিন সেই ভিডিও, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।

মিছিলে-মিটিং-এ বাংলার মুখ্য়মন্ত্রীর সঙ্গে হেঁটে পাল্লা দেওয়াই খুব কঠিন বিষয়। তাঁর সঙ্গীসাথীরা তা ভালভাবেই টের পান। কিন্তু প্রায় ৬৫ বছর বয়সেও তাঁর পাহাড়ি রাস্তায় দৌড় একেবারে চমকে দেওয়ার মতো।

আরও পড়ুন: বিশ্লেষণ: মহারাষ্ট্রের ভোটে শিবসেনার উত্থানে বিজেপির চাপ

লোকসভা ভোটের পর প্রথম উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্য়মন্ত্রী। এনআরসি নিয়ে কড়া বার্তা দিয়েছেন। উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনে রীতিমত গো-হারান হেরেছে তৃণমূল। দার্জিলিংয়ে গিয়ে স্থানীয় প্রার্থীকে কেন ভোট দেননি ভোটদাতারা, এ নিয়ে আক্ষেপও করেছেন মমতা। তবে রাজনীতির বাইরেও শারীরিক কসরত নিয়ে ভাবেন মুখ্য়মন্ত্রী। তিনি যে দৌড়ে অভ্য়স্ত, তাও পরিষ্কার। জনসভা এবং অন্যান্য অনুষ্ঠানের ফাঁকে তাই এভাবে শারীরিক কসরত করে সুস্থ থাকার বার্তা দিলেন তিনি।

Mamata Banerjee
Advertisment