অনেকেই আছেন যারা টিকটিকিকে ভয় পায় বা তার থেকে দূরে পালায়। কিন্তু এই টিকটিকি মানুষের জীবনের নানান ভালো-মন্দ ঘটনা সম্পর্কে ইঙ্গিত দিয়ে থাকে। জ্যোতিষ শাস্ত্রে টিকটিকিকে নিয়ে নানান ধারণা প্রচলন আছে। কিন্তু জানেন কী টিকটিকি কামড়ালে কী হয়? এই প্রশ্নের উত্তর সহজ ভাবে এক যুবক সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও’র মাধ্যমে সামনে আনলেন যা দেখে তাজ্জব সকলেই।
Advertisment
এই ভিডিওটি ১৭ মার্চ ইনস্টাগ্রাম ব্যবহারকারী সন্দীপ জোশি (@sandeepjoshi.22) পোস্ট করেছেন। তা তারপর থেকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিও। সন্দীপ নিজেকে সাপ এবং বন্যপ্রাণী উদ্ধারকারী হিসাবে বর্ণনা করেছেন। তিনি ঝাড়খণ্ডের বোকারো জেলার বাসিন্দা। এই ভয়ঙ্কর ক্লিপটি শেয়ার করে তিনি লিখেছেন- টিকটিকি কামড়ালে কী হয়? এখন পর্যন্ত ভিডিওটি ৯০ হাজার লাইক ও ৭৯ লাখ ভিউ পেয়েছে। এ নিয়ে অনেক ব্যবহারকারী মন্তব্যও করেছেন।
ভাইরাল ইনস্টাগ্রাম রিলে, দেখা যাচ্ছে, একটি ছেলে কান কামড়ে ধরে ঝুলছে একটি জীবন্ত টিকটিকি। টিকটিকিটি কান কামড়ে ঝুলছে আর ছেলেটি শান্ত হয়ে দাঁড়িয়ে বলছে টাকা দিয়েও এমন কানের দুল পাবেন না! পরেই তিনি বলেন, যখনই টিকটিকি কামড়াবে আতঙ্কিত হবেন না, কিছুই হবে না। এর পর সে টিকটিকিটিকে দুই হাতে ধরে কান থেকে সরিয়ে দেয়। তিনি ভিডিওতে আরও বলেছেন, টিকটিকি খাবারে পড়লে তা খাদ্যে বিষক্রিয়া ঘটায়। অর্থাৎ সামগ্রিকভাবে খাবার বিষ হয়ে যাবে। মাঝে মাঝে নিশ্চয়ই খবরে শুনেছেন যে মিড-ডে মিলে টিকটিকি পড়ে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। এর পরে, তিনি পাশের বাড়ির ছাদে টিকটিকি ছেড়ে দেন। ভাইরাল ভিডিও দেখে দিশেহারা নেটপাড়া!