New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-257.jpg)
রেল স্টেশন' সারা বিশ্বের মানুষের মধ্যে একটি সাধারণ একটি নাম। কিন্তু জানেন কী রেলওয়ে স্টেশনকে হিন্দিতে কী বলে?
জানলে কমেন্ট করে জানান।
রেল স্টেশন' সারা বিশ্বের মানুষের মধ্যে একটি সাধারণ একটি নাম। কিন্তু জানেন কী রেলওয়ে স্টেশনকে হিন্দিতে কী বলে?
রেল স্টেশনকে হিন্দিতে কী বলে? উত্তর দিতে গিয়ে ঘামতে শুরু করল মানুষজন, মজার ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লোকদের কাছে রেল স্টেশনের হিন্দি কী তা জিজ্ঞেস করছেন। অনেকেই তার সেই প্রশ্ন শুনে অবাক হয়ে তাকান।
'রেল স্টেশন' সারা বিশ্বের মানুষের মধ্যে একটি সাধারণ একটি নাম। কিন্তু জানেন কী রেলওয়ে স্টেশনকে হিন্দিতে কী বলে? আপনার-আমার মত হাজার হাজার মানুষ জানেনই না রেল স্টেশনের হিন্দি। সম্প্রতি এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে।
প্রতিদিন লাখ লাখ যাত্রী বিভিন্ন স্থানে যাতায়াত করতে রেল পরিষেবা ব্যবহার করেন। কিন্তু রেলস্টেশনের হিন্দি নাম জানেন না অনেকেই? বেশিরভাগ লোকের রেলস্টেশনের হিন্দি নাম সম্পর্কে কোন ধারণা নেই।আজকাল একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন মানুষ সকলের কাছে গিয়ে জানতে চাইছেন রেলস্টেশনের হিন্দি নাম কী। আশ্চর্যের বিষয় হল সেখানে উপস্থিত কেউই এই শব্দের হিন্দি অর্থ জানত না। মানুষ এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করছে।
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন সাংবাদিক লোকদের কাছে রেলওয়ে স্টেশনের হিন্দি অর্থ জিজ্ঞেস করছেন। মানুষ এর হিন্দি অর্থ জানে না। এমনকি অনেকে অবাক হয়েছিলেন যে রেলওয়ে স্টেশনের হিন্দি অর্থও রয়েছে। এই ভিডিওটি দেখে মানুষজন তাদের হাসি থামাতে করতে পারছে না। মানুষও ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ @ankit_sem1 নামের একজন ব্যবহারকারী পোস্ট করেছেন, যা এখন পর্যন্ত ৫৮ লাখেরও বেশি ভিউ পেয়েছে। এ নিয়ে অনেকেই তাদের মতামতও দিয়েছেন।