New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-187.jpg)
আমি কি লাগেজ? বিয়ের দিনেই ভয়ঙ্কর অগ্নিপরীক্ষার মুখে প্রতিবন্ধী তরুণী, পোস্ট ভাইরাল হতেই নিন্দার ঝড়
ঠিক কী ঘটেছিল তরুণীর সঙ্গে?
আমি কি লাগেজ? বিয়ের দিনেই ভয়ঙ্কর অগ্নিপরীক্ষার মুখে প্রতিবন্ধী তরুণী, পোস্ট ভাইরাল হতেই নিন্দার ঝড়
ছোট থেকে হুইলচেয়ারই ভরসা। বিয়ের দিনে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন যে তাকে হতে হবে তা হয়ত তিনি কোনদিন কল্পনা করতে পারেন নি। বিয়ের দিন মুম্বইয়ের এক প্রতিবন্ধী তরুণীকে যে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তা তার কাছে অগ্নিপরীক্ষার থেকে কোন অংশে কম কিছু নয়। আর নিজের সেই যন্ত্রনার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন ওই তরুণী। শেয়ার করতেই তরুণীর সেই পোস্ট ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়।
ঠিক কী ঘটেছিল তরুণীর সঙ্গে?
তরুণীকে বিয়ের দিনে রেজিস্ট্রি অফিসে গিয়ে এক ভয়াবহ ঘটনার সম্মুখীন হতে হয়। তাকে রেজিস্ট্রির জন্য সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়। যা তার কাছে ছিল এক বড় চ্যালেঞ্জ।
তিনি এক্স-এ এক পোস্টে গোটা ঘটনা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, যিনি চলাফেরার জন্য হুইলচেয়ারের উপর নির্ভর করেন, সম্প্রতি মুম্বইয়ের রেজিস্ট্রি অফিসে সেই তরুণীকেই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। লিফট না থাকায় সিঁড়ি বেয়েই দ্বিতলে উঠতে হয় তাকে। যা তার কাছে ছিল বিয়ের অগ্নিপরীক্ষার থেকেও ভয়ঙ্কর।
তার পোস্টে, তরুণী লিখেছেন, “আমি প্রতিবন্ধী, এবং আমি ১৬/১০/২০২৩ তারিখে মুম্বইয়ের এক রেজিস্ট্রি অফিসে বিয়ে করেছি। অফিসটি লিফট না থাকায় আমাকে হুইল চেয়ারে বসেই ২য় তলায় উঠতে হয়। স্রেফ একটা সইয়ের জন্য আধিকারিকরা নীচে আসতে পারলেন না। জআমাকে বিয়ে করার জন্য সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়েছিল।"
PLEASE RT!
I am disabled and I got married at the Registrars Office at Khar Mumbai on 16/10/23. The office was on the 2nd floor WITHOUT a lift. They wouldn’t come downstairs for the signatures and I had to be carried up two flights of stairs to get married. pic.twitter.com/ZNCQF3gJRY— Virali Modi (@Virali01) October 18, 2023
How is this fair? What happened to the Accessible India campaign? Just because I’m a wheelchair user, do I not have the right to get married to someone I love? What if someone had slipped and what if I had fallen on my wedding day? Who is responsible?
— Virali Modi (@Virali01) October 18, 2023
তিনি তার হতাশা ও ক্ষোভ প্রকাশ করে আরও লিখেছেন, “আমি হতাশ যে আমার দেশের সরকার এবং নাগরিকরা আমার অক্ষমতাকে মর্যাদাটুকু দিতে পারে না। এই অগ্নিপরীক্ষায় মানবিকতার প্রতি আমার বিশ্বাস নষ্ট হয়ে গেছে। আমি এক টুকরো লাগেজ নই যাকে বয়ে ২য়তলায় নিয়ে যেতে হবে। আমি একজন মানুষ, এবং আমার অধিকারটাই আসল!” পোস্টটি ১৪ লক্ষ ভিউ সহ ভাইরাল হয়েছে। এ ব্যাপারে আপনার মতামত জানান কমেন্টে ।